leadT1ad

মুঠোফোনে শুল্কছাড়ের সিদ্ধান্ত সরকারের, বৈধ হচ্ছে স্টক লট

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ব্যবসায়ীদের হাতে থাকা আমদানিকৃত ফোনের স্টক লটকেও বৈধতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈধ আমদানিকারকদের শুল্ক ২৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে। দেশীয় উৎপাদকদের ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। শুল্ক হ্রাসের ফলে চলতি অর্থবছরে সরকারের প্রায় ৩৫ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। তবে এতে বাজারে ফোনের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সরকার জানিয়েছে, শুল্ক কমানোর যৌক্তিক দাবি মেনে নেওয়ায় এখন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকর করতে তারা প্রস্তুত।

সাধারণ গ্রাহক ও প্রবাসীদের সুবিধার্থে আগামী তিন মাস কোনো ফোন বন্ধ করা হবে না। প্রবাসীরা দেশে ফেরার পর তিন মাসের কম সময় অবস্থান করলে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। স্টক লট নিয়মিত করতে ব্যবসায়ীদের বিটিআরসিতে বৈধ নম্বরের তালিকা দিতে বলা হয়েছে।

এদিকে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কঠোর হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মোবাইল আমদানি রোধে স্থলবন্দর, বিমানবন্দর ও পাইকারি বাজারে কঠোর অভিযান চালানো হবে। অবৈধ সেট পাওয়া গেলে তা জব্দ করা হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত