leadT1ad

মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কষ্ট নেই: রুমিন ফারহানা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। স্ট্রিম ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। রুমিন ফারহানা ছাড়াও এই আসনে দাখিল করা ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে।

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের যখন দুঃসময় ছিল, তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

দলীয় মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে রুমিন ফারাহানা বলেন, ‘আপনারা দেখেছেন, যখন ২০১৮ সালের সংসদে; ২০১৯ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কী ছিল। দল যখন ২০২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে, আমি এক মুহূর্তও চিন্তা করিনি। যখন বলেছে, আমি সেই মুহূর্তেই পদত্যাগ করেছি। এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্ব প্রয়োজন, তাঁকে আমি স্বাগত জানাই। যদি মনে করে যে আমার সেবার আর প্রয়োজন নেই, ঠিক আছে। আমি আমার রাজনীতি চালিয়ে যাব।’

‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় রুমিনসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাসহ ৯ জনকে বহিষ্কার করে দল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ওই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থিতার প্রতিবন্ধকতা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘কিছু কিছু জায়গায় আমার কর্মীদেরকে বলা হচ্ছে যে, তাদের ওপরে হয়তো মামলা দেওয়া হবে। আমি বলেছি, এ রকম কিছু হলে নিশ্চয়ই প্রশাসনকে আমি সেটা জানাব। যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপির শরিক দলের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত