leadT1ad

জামায়াত প্রার্থীর পথসভায় অংশ নিয়ে এএসআই মহিবুল্লাহ বরখাস্ত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাতক্ষীরা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১: ০০
ভাইরাল ভিডিওতে এএসআই মহিবুল্লাকে গান পরিবেশন করতে দেখা যায়। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বরখাস্ত হওয়া এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোর জেলায় কর্মরত। গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পথসভায় তিনি পুলিশের পোশাক পরে অংশ নেন। সেখানে তিনি ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ওই কর্মকর্তা গান পরিবেশন করছেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ বিভাগ তদন্ত শুরু করে।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে ছিলেন। ছুটিকালীন নিজ জেলা নড়াইলে না থেকে তিনি পুলিশের পোশাক পরে ভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন, যা পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার পরিপন্থী। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত পুলিশ সদস্য নিজেই পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সংগীত ও বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এরপর ঘটনাটি খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত