leadT1ad

‘ডিটেনশন’ আদেশে কারাগারে আতাউর রহমান বিক্রমপুরী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আতাউর রহমান বিক্রমপুরী। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে আটক করা হয়। পরে তাকে জিএমপিতে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমে জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ বিভাগে উপ-কমিশনার মহিউদ্দিন আহাম্মেদ জানান, এর আগে আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটক আদেশ (ডিটেনশন) দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা কোর্টের কোনো ফাংশন না, ডিটেনশনটাই হলো মামলা ছাড়াই সরকারের নির্বাহী আদেশে আটক করার এখতিয়ার।

সেই আদেশ অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি) নরসিংদী থেকে তাঁকে আটক করেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘যেহেতু জেলখানাটা আমাদের এলাকায় অবস্থিত, তাই আমরা তাঁকে পরিবহন করে কাশিমপুর কারাগারে প্রেরণ করছি আটক আদেশ কার্যকর হওয়ার জন্য।’

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন বলেন, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ রাখা হয়েছে।

প্রসঙ্গত, আলোচিত ধর্মীয় বক্তা আতাউর রহমান বিক্রমপুরী নিজেকে ‘মারকাজুল হুনাফা আল মুসলিমিন বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। তাঁর বিরুদ্ধে সম্প্রতি দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় উসকানি দেওয়ারও অভিযোগ রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত