স্ট্রিম প্রতিবেদক

ঢাকার সকালটা আজ শুরু হয়েছে কুয়াশাচ্ছন্নভাবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তীব্র শীত উপেক্ষা করেই রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরের পাশে দোয়া করতে এসেছেন অনেক মানুষ। তবে নিরাপত্তাজনিত কারণে কাউকেই কবরের কাছে যেতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় দায়িত্ব পালন করছেন।
গতকাল বুধবার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এতে লাখ লাখ মানুষ অংশ নেন। আজ দাফনের পরদিন ফজরের নামাজের পরপরই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ কবর জিয়ারতের উদ্দেশ্যে সেখানে জড়ো হতে থাকেন।
সকালে শেরেবাংলানগর এলাকা ঘুরে দেখা গেছে, বিজয় সরণি থেকে মিরপুর রোডে যেতে জাতীয় সংসদ ও জিয়া উদ্যানের মাঝামাঝি সংযোগ সড়কটি বেরিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে প্রবেশ করতে না পেরে সাধারণ মানুষ কবরস্থান থেকে কিছুটা দূরে, বিজয় সরণিসংলগ্ন প্রধান সড়কে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করছেন।

দোয়া করতে আসা কয়েকজন বলেন, কাছ থেকে কবর জিয়ারত করতে পারলে ভালো লাগতো, তবে দূর থেকেও দোয়া করা যায়। সিলেট থেকে থেকে আসা এক ব্যক্তি জানান, তিনি মঙ্গলবার দিবাগত রাতে রওনা দিয়ে ঢাকায় এসে জানাজায় অংশ নেন এবং আজ সকালে আবার দোয়ার জন্য এসেছেন। তাঁর ভাষায়, ‘দূর থেকে হলেও দোয়া করতে পেরে মনে শান্তি পেয়েছি।’
শ্রদ্ধা জানাতে আসা মানুষজন বেরিকেডের বাইরে দাঁড়িয়ে তাঁদের অনুভূতি প্রকাশ করছেন। তাঁরা বলছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও আবেগ গতকালের জানাজায়ই স্পষ্ট হয়েছে। জানাজায় অংশ নিতে না পারা অনেক মানুষ আজ সকালেও দোয়ার জন্য সেখানে এসেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানা গেছে, অন্তত আগামী তিন দিন এই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। কবে থেকে খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। আজ জিয়া পরিবারের সদস্যরা কেউ কবর জিয়ারতে আসবেন কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকার সকালটা আজ শুরু হয়েছে কুয়াশাচ্ছন্নভাবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তীব্র শীত উপেক্ষা করেই রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরের পাশে দোয়া করতে এসেছেন অনেক মানুষ। তবে নিরাপত্তাজনিত কারণে কাউকেই কবরের কাছে যেতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় দায়িত্ব পালন করছেন।
গতকাল বুধবার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এতে লাখ লাখ মানুষ অংশ নেন। আজ দাফনের পরদিন ফজরের নামাজের পরপরই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ কবর জিয়ারতের উদ্দেশ্যে সেখানে জড়ো হতে থাকেন।
সকালে শেরেবাংলানগর এলাকা ঘুরে দেখা গেছে, বিজয় সরণি থেকে মিরপুর রোডে যেতে জাতীয় সংসদ ও জিয়া উদ্যানের মাঝামাঝি সংযোগ সড়কটি বেরিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে প্রবেশ করতে না পেরে সাধারণ মানুষ কবরস্থান থেকে কিছুটা দূরে, বিজয় সরণিসংলগ্ন প্রধান সড়কে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করছেন।

দোয়া করতে আসা কয়েকজন বলেন, কাছ থেকে কবর জিয়ারত করতে পারলে ভালো লাগতো, তবে দূর থেকেও দোয়া করা যায়। সিলেট থেকে থেকে আসা এক ব্যক্তি জানান, তিনি মঙ্গলবার দিবাগত রাতে রওনা দিয়ে ঢাকায় এসে জানাজায় অংশ নেন এবং আজ সকালে আবার দোয়ার জন্য এসেছেন। তাঁর ভাষায়, ‘দূর থেকে হলেও দোয়া করতে পেরে মনে শান্তি পেয়েছি।’
শ্রদ্ধা জানাতে আসা মানুষজন বেরিকেডের বাইরে দাঁড়িয়ে তাঁদের অনুভূতি প্রকাশ করছেন। তাঁরা বলছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও আবেগ গতকালের জানাজায়ই স্পষ্ট হয়েছে। জানাজায় অংশ নিতে না পারা অনেক মানুষ আজ সকালেও দোয়ার জন্য সেখানে এসেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানা গেছে, অন্তত আগামী তিন দিন এই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। কবে থেকে খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। আজ জিয়া পরিবারের সদস্যরা কেউ কবর জিয়ারতে আসবেন কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর ছেলে তারেক রহমানকে শোক জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চিঠিটি তারেক রহমানকে হস্তান্তর করেন।
১৪ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হলেও নয়াদিল্লি যে ঢাকার সঙ্গে দূরত্ব বাড়াতে চায় না, তারই একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিল ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নিতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
১৪ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুধবার (৩১ ডিসেম্বর) জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়েছে। এর আগে, আজ দুপুর তিনটার দিকে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে