leadT1ad

দেশের নেতা হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: এপি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বেচ্ছায় ১৭ বছর নির্বাসনে কাটানোর পর দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান। আসন্ন নির্বাচনে দেশের পরবর্তী নেতা হওয়ার দৌড়ে তিনি এগিয়ে আছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, তারেক রহমান ২০০৮ সালে অনুমতি নিয়ে চিকি?সার জন্য লন্ডন যান। এর আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশের সেনা সমর্থিত সরকারের শানসনামলে আটক হয়ে নির্যাতনের শিকার হন তিনি।

৬০ বছর বয়সী তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি দেশের দুটি দলের একটি। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনের আগে তার এই আগমনকে রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

আজ সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তার আগমন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশ এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ৩০০ ফিট এলাকায় তাঁকে দলের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। রাত থেকেই অনেক নেতাকর্মী সেখানে অবস্থান করছেন। এর আগে দলের জ্যেষ্ঠ নেতারা বলেছেন, এ সংবর্ধনা অনুষ্ঠানে ‘কয়েক মিলিয়ন’ লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, এই অনুষ্ঠান স্থল থেকে মাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তাঁর।

সাম্প্রতিক সময়ে তারেক রহমান বিএনপির প্রধান নেতা হয়ে উঠেন। এর আগে তাঁর মা বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতা ছিলেন। তারেক রহমান নিয়মিত লন্ডন থেকে অনলাইনে দলের কর্মসূচিতে অংশ নিতেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখেন। তার অনুপস্থিতিতে দলের ভেতর থেকে প্রকাশ্যে কেউ তাঁর বিরোধিতা করেনি।

বাংলাদেশ এখন রাজনৈতিক বাঁক বদলের মুহূর্তে রয়েছে। হাসিনার দীর্ঘ শাসনের পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টার মধ্যেই নোবেল জয়ী ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত