leadT1ad

জকসু নির্বাচন স্থগিত: শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। স্ট্রিম ছবি

জকসু নির্বাচন স্থগিতের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত শিক্ষার্থীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে শিক্ষক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়। এর আগে ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে একদল শিক্ষার্থী উত্তেজিত হয়ে অধ্যাপক রইছ উদ্দীনের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। তাঁরা শিক্ষক নেতাকে উদ্দেশ্য করে ‘দালাল’ স্লোগানসহ বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. মো. মোশাররফ হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের সাময়িক বহিষ্কার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভুক্তভোগী অধ্যাপক রইছ উদ্দীন জানান, ৩০-৪০ জন শিক্ষার্থী হ্যান্ডমাইক নিয়ে তাঁর অফিসের সামনে স্লোগান দেয়। এমনকি বেগম জিয়ার জন্য নির্ধারিত দোয়া মাহফিলও করতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

শিক্ষক নেতারা এক লিখিত বক্তব্যে জানান, নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ছিল সিন্ডিকেটের সর্বসম্মত। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট কয়েকজন শিক্ষককে টার্গেট করে হেনস্তা করা হচ্ছে। এটি শিক্ষকদের মর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্ষুণ্ণ করেছে বলে তাঁরা দাবি করেন।

Ad 300x250

সম্পর্কিত