leadT1ad

৩০০ ফিটে ৩০০ নতুন চারা রোপণ করল বিএনপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

৩০০ ফিট মহাসড়কের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় চারা রোপন করছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা স্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা আমিনুল হক।

গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের সংবর্ধনা উপলক্ষে ব্যাপক জনসমাগমে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে দলীয় সিদ্ধান্তে শনিবার সকাল থেকে নিম গাছসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ শুরু করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক চারা রোপণ করে এই কার্যক্রমের সূচনা করেন।

আমিনুল হক জানান, নার্সারি থেকে আপাতত ২০০-৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণকে সামাজিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতেও এমন কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

এর আগে গতকাল শুক্রবার সকালে একই স্থানে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালায় দলটি।

Ad 300x250

সম্পর্কিত