leadT1ad

সব না বলে যেতে পারবেন না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জাবের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। স্ট্রিম ছবি

সব কিছু না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, দায়িত্ব পালনে কে বা কারা আপনাকে বাধা দিয়েছে, কেন এখনো হাদির খুনিদের সামনে আনা যায়নি, তা না বলে পদত্যাগের সুযোগ আপনার নেই।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের। এ সময় তিনি নতুন তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো–

১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা।

২. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা।

৩. স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের দায় নিয়ে পদত্যাগ করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, রোববার থেকে গুঞ্জন শুনছি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন। ফাইজলামি নাকি। কোনো কিছু পারতেছেন না, আস্তে করে চইলা যাবেন এজন্য কি আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে? ওই জায়গা থেকে আপনি লরতে পারবেন না, আপনাকে এই পুরো ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা যাইতে হবে। এর আগে সুযোগ নেই।

তিনি বলেন, ‘আপনি যাবেন সমস্যা নাই। কিন্তু এর আগে বলবেন, কে আপনাকে বাধা দিছে এই দায়িত্ব পালনে? কে খুনের তদন্ত করতে আপনাকে বাধা দিছে– সব কথা বইলা দিয়া এরপরে আপনাকে যাইতে হবে।’

সংবাদ সম্মেলনে শরিফ ওসমান হাদির খুনের সঙ্গে জড়িতদের নির্বাচনের আগেই গ্রেপ্তারের দাবি জানিয়েছে তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। এ সময় সংগঠনের নেত্রী এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, নির্বাচনের আগেই ওসমান হাদির খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা দরকার। কিন্তু আমরা লক্ষ্য করেছি, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্রিফিং হয়েছে, সেখানে উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বক্স– দুজনের কেউ ছিলেন না। এতে প্রতীয়মান, স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। তারা মনে করেছে, ওসমান হাদির ঘটনাকে তারা ধামাচাপা দিয়ে দেবে।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন থেকে বোঝা যায়– হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই। আপনারা এই বলছেন, খুনি ভারতে পালিয়ে গেছে। আবার বলছেন, দেশেই আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কী?

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘বাংলাদেশের জনগণ আপনাদের যে দুই দফা দিয়েছে, আপনারা এর কোনো তোয়াক্কা করছেন না। জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয়নি। বিচার নিশ্চিত না করতে পারলে সরকারে থাকার দরকার নেই।’

এর আগে গত শনিবার ওসমান হাদির দাফনের পরে শাহবাগে সমাবেশ করেন ইনকিলাব মঞ্চ। সেখান থেকে শহীদ হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে জবাব দিতে না পারলে তাদের পদত্যাগের দাবি জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য। জানাজার মাঠে বলেছেন– আপনি শরিফ ওসমান হাদিকে ধারণ করেন। কিন্তু একবারের জন্যও আপনি জানাজার ময়দানে বলেন নাই যে, খুনের বিচারের ব্যাপারে কী করবেন? এই যে এতবড় একটা হত্যাকাণ্ড, এর বিচারের জন্য আপনি কী কী পদক্ষেপ নেবেন, এটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই।’

তিনি বলেন, আপনার (ড. ইউনূস) যে অসহায়ত্ব, তা আমরা দেখতে পাইছি। আপনি কী কারণে অসহায়, সেটা আমরা জানতে চাই। আপনাকে কে অসহায় করে তুলল, তা আমাদের জানাতে হবে। এটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে আপনি চলে, যাবেন এটা হবে না।

এ সময় ফাতিমা তাসনিম জুমা পাশ থেকে বলেন, ‘নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে।’ পরে একই কথা উচ্চারণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘বিচারের আগে কোনো নির্বাচন হবে না।’ তিনি আরও বলেন, ‘দেশের জনগণ সব সময় শুধুমাত্র রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে, ওই ভুংচুংয়ের দিন শেষ। এগুলো আর চলবে না। এখন থেকে রক্ত দেব না। প্রয়োজনে যারা আমাদের ভাইদের খুন করেছে, আপনারা যদি এই দায়িত্ব পালন না করতে পারেন, দেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে। রক্তপাত একবার শুরু হলে, আপনি থামাতে পারবেন না।’

Ad 300x250

সম্পর্কিত