leadT1ad

আসনভিত্তিক ‘ফ্যাসিবাদের প্রক্সিদের’ প্রতিরোধের ঘোষণা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

গণতান্ত্রিক সংস্কার জোটের বৈঠক। ছবি: সংগৃহীত

‘ফ্যাসিবাদের দোসরদের’ পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে প্রয়োজনে আসনভিত্তিক প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এছাড়া বৈঠকে সর্বসম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে—আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদের জন্য যোগ্য প্রার্থী বাছাই এবং জোটের রাজনৈতিক ইশতেহার, ব্র্যান্ডিং ও প্রচারণা কৌশল তৈরির জন্য দুটি পৃথক উপ-কমিটি গঠন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদের জন্য সমন্বিত প্রার্থী বাছাই এবং জোটের ইশতেহার ও প্রচারণা কৌশল নির্ধারণে দুটি পৃথক উপ-কমিটিও গঠন করেছে জোটটি।

জোটের মুখপাত্র নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ-সভাপতি সাইদুল খন্দকারসহ জোটভুক্ত তিন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও হামলায় আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ও নির্বাচনি পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার না করায় এবং প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানান নেতারা। তাঁরা সরকারের কাছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা দাবি করেন।

ফ্যাসিবাদের দোসরদের তৎপরতা প্রসঙ্গে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা জানান, ফ্যাসিবাদের মূল শক্তি এবং তাদের প্রক্সিদের নানাভাবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রয়োজনে জেলা ও আসনভিত্তিক ‘প্রতিরোধ কমিটি’ গঠন করা হবে। এছাড়া তিন দলের নগর, জেলা ও তৃণমূলে সমন্বয় সভা করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন; এবি পার্টির ডা. আব্দুল ওহাব মিনার, কর্নেল (অব.) দিদারুল আলম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের এ জেড নিজাম উদ্দিন ঠাকুর, দিদার ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত