leadT1ad

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে হাসান আল মামুন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৪
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে হাসান আল মামুন। ছবি: ফেসবুক থেকে

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আজ রোববার (২৮ ডিসেম্বর) নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জেতা সহজ হবে, এমন চিন্তা থেকে নির্বাচনী কৌশল হিসেবে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

রাশেদ খানের দলত্যাগের ফলে সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। মামুন রাশেদের স্থলাভিষিক্ত হলেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন তিনি।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার কথা জানিয়ে তিনি সামাজিক যোগযোগমাধ্যমে লিখেছেন, ‘গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র মেনে ও সবার সম্মতিক্রমে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রতিকূল সময়ে আমি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি দলকে সমালোচনার ঊর্ধ্বে রেখে দেশের মানুষের আস্থা অর্জন করে দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছে থেকে।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করেছিলাম। যে আন্দোলন পরবর্তী সময়ে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয়। কতটুকু পরিবর্তন করতে পারবো জানি না। তবে দেশের মানুষ এবং আমার দলের নেতা কর্মীদের দোয়া এবং সমর্থন পেলে গণঅধিকার পরিষদকে আপনাদের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ।’

Ad 300x250

সম্পর্কিত