leadT1ad

ঢাকায় বিএনপির প্রার্থীরা, পাচ্ছেন জয়ের ‘দাওয়াই’

বিএনপির লোগো

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের ঢাকায় ডেকে কথা বলছেন বিএনপির নেতারা। ভোটের লড়াই জিততে তাদের দেওয়া হচ্ছে নানা দিকনির্দেশনা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ১০৭ প্রার্থী ‘জয়ের দাওয়াই’ নিয়ে ফিরে গেছেন সংসদীয় এলাকায়।

আজ বৃহস্পতিবার ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবে হাইকমান্ড। শুক্রবার বিরতি দিয়ে শনিবার অন্যান্য বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক হবে। প্রত্যেক বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নানা দিক নির্দেশনা তুলে ধরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির একাধিক সংসদ সদস্য প্রার্থী স্ট্রিমকে জানিয়েছেন, হাইকমান্ডের তলবে তাদের মতো অনেকেই ঢাকায় এসেছেন। বৈঠক শেষে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে যাচ্ছেন। বৈঠকে প্রার্থীদের ভোটের মাঠে করণীয়, প্রচার-প্রচারণা, মনোনয়ন ফরম সংগ্রহ-পূরণ, জমাদানসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এসব নেতাদের ভাষ্যে, নির্বাচনে জিততে কী করতে হবে, তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিচ্ছেন। বিশেষ করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং এর মধ্যে জনসম্পৃক্ত অতিগুরুত্বপূর্ণ ৮ দফা নিয়ে ভোটারদের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিএনপি সরকারে গেলে পূর্বঘোষিত পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে, তা ভোটারদের কাছে সহজভাবে তুলে ধরার পন্থাও বলে দেওয়া হচ্ছে।

গত ১৫ ডিসেম্বর থেকে সারাদেশে বিএনপির নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। ইতোমধ্যে বেশ কয়েক নেতা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে কিংবা প্রতিনিধি পাঠিয়ে ফরম সংগ্রহ করেছেন।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও চট্টগ্রামের আলোচিত বিএনপি নেতা এরশাদ উল্লাহ ১৫ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ওইদিন দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগরের নেতাকর্মীরা।

এ ব্যাপারে মিজানুর রহমান মিনু স্ট্রিমকে জানান, আগামী ২৯ ডিসেম্বর তিনি মনোনয়ন ফরম জমা দেবেন। এলাকার পরিস্থিতি বেশ ভালো। দীর্ঘদিন ভোট দিতে না পারাই জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আলাদা আমেজ কাজ করছে। তারা ভোট দিতে উদগ্রীব।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর অনুসারীরা। গত নভেম্বরে এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে হামলা হলে একজন নিহত হন। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। স্ট্রিমকে এই প্রার্থী জানান, আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে ২৮ বা ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দেবেন।

Ad 300x250

সম্পর্কিত