leadT1ad

খালেদা জিয়ার জানাজা পৃথিবীর সর্ববৃহৎ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: সালাহউদ্দিন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২০: ২৬
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। স্ট্রিম ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পৃথিবীর সর্ববৃহৎ জানাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কত মানুষ জানাজায় শরিক হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই, তবে এটি ইতিহাস হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পৃথিবীর মানুষ দেখেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কীভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারেন। তিনি নিজের জীবন, সন্তান ও পরিবার সব কিছু ত্যাগ করেছেন।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, 'বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি নিজেকে গণতন্ত্রকামী মানুষের অবিসংবাদিত নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সবকিছু হারিয়ে এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে খুব কম মানুষের নাম লেখা থাকে।'

জনগণের প্রত্যাশা পূরণ নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি নেতা বলেন, ‘মানুষের আশা ও আকাঙ্ক্ষা আসমানসম। সবাইকে ঐক্যবদ্ধ রেখে সেই প্রত্যাশা আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারব, তা নিয়ে আমি সত্যি শঙ্কিত। তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।’

মায়ের মৃত্যুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভেঙে পড়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁকে শক্ত মনোবলের হতেই হবে, এর কোনো বিকল্প নেই।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত