leadT1ad

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, ‘মালিক-ভাড়াটে দ্বন্দ্ব’ বলছে পুলিশ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২৩: ৫৩
বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। সংগৃহীত ছবি

বরিশালের ফকির বাড়ি রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলামের ছেলের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে দলটি।

ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু জানান, সকাল আটটার দিকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই মালিকপক্ষের লোকজন অফিসে প্রবেশ করে। তারা অফিসের চেয়ার, টেবিল ও ফ্যান ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি সিলিং ফ্যান ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র লুট করে নেওয়া হয়। একই ভবনের দোতলায় থাকা গণশিল্প সংস্থার অফিসটিও ভাঙচুর করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘ ৪৮ বছর ধরে ভবনটি ভাড়া নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে ওয়ার্কার্স পার্টি। যুবলীগের পলাতক নেতা নিজামুল ইসলাম নিজামের ছেলে তামিম ও তার সহযোগীরা এ হামলা চালায়। দলীয় নেতাকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

জাতীয় কৃষক সমিতির সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মোজাম্মেল হক ফিরোজ বলেন, ‘আমরা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিলাম। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আমরা ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার চাই।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, ‘এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং ভাড়াটিয়া ও মালিকপক্ষের দ্বন্দ্ব। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বিষয়:

ভাঙচুর
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত