leadT1ad

মির্জা ফখরুল অসুস্থ, বাসায় থেকে নিচ্ছেন চিকিৎসা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪: ৫৭
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি মহাসচিব গভীর রাতে (শুক্রবার) হঠাৎ করে ভাইরাসজনিত সংক্রমণে (জ্বর) আক্রান্ত হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সর্বশেষ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

Ad 300x250

সম্পর্কিত