leadT1ad

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো ধোঁয়াশা নেই: বিএনপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত হয়েছে সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির দিক থেকে ‘কোনো ধোঁয়াশা নেই’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করছেন এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন হবে।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনার ভিত্তিতে যা সিদ্ধান্ত হয়েছে, নথিভুক্ত হয়েছে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক— বিএনপি এটাই চায়।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা। এসময় এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে একটা সুপারিশ পাঠানো হয়েছে। এটা এখনো গৃহীত হয়নি। এর মধ্যে যে ত্রুটি সেগুলো নিয়ে আমরা কথা বলছি। কারণ আমরা তাঁদের সঙ্গে কাজ করেছি। আমরা চেয়েছি সর্বসম্মতক্রমে কিছু একটা দাঁড়াক। কিন্তু সব ব্যাপারে সব দল একমত হবে এটা কোন ব্যাপার না। সে জন্যই ভিন্নমত দিয়ে কিংবা নোট অব ডিসেন্ট দিয়ে একমত হওয়া যায়। সেভাবেই করা হয়েছে।’

জুলাই জাতীয় সনদের যে ছাপা বই আছে, সেখানে ভিন্নমত ও নোট অব ডিসেন্ট উল্লেখ আছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘গত ১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যে সনদ গৃহীত হয়েছে বলে জনগণের সামনে প্রধান উপদেষ্টা উল্লেখ করলেন, সেই ডকুমেন্ট ডেভিয়েট করে, সেখানে যা বলা আছে তা না রেখে, সেখানে যা বলা নাই; তা যুক্ত করে কমিশন সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছে। আমাদের আপত্তিটা ওই জায়গায়।’

তিনি আরও বলেন, ‘এর বাইরে আমরা কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেছি।… পার্সোনালি কারও প্রতি আমার অসন্তুষ্টি থাকতে পারে, কারও প্রতি ভালোবাসা থাকতে পারে, সেটা ভিন্ন ইস্যু, কিন্তু দেশের সংবিধান, প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা আমাদের নেই।’

‘এটা নিয়ে আরও কথা বলা যাবে। কিন্তু সে কারণে নির্বাচন প্রভাবিত হচ্ছে, বিরাট একটা সংকট হয়ে যাচ্ছে এ ধরনের কিছু মনে করার প্রয়োজন নেই’, বলেও উল্লেখ করেন তিনি।

‘নির্বাচনের আগে গণভোট না দিলে নির্বাচন নাও হতে পারে’, জামায়াতের এমন অবস্থানের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘একটা পলিটিক্যাল পার্টি নিজেদের মতো করে মতামত বলতেই পারে।’ একই প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘তাঁরা তো সংসদ নির্বাচনেও পিআর চেয়েছিলো। এখন তো রাজি হয়েছে।’

এরপর এক প্রশ্নে জবাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেন মির্জা ফকরুল।

যে সব দাবি দাওয়া নিয়ে জামায়াত ইতিমধ্যে মাঠে আছে এবং জাতীয় নাগরিক পার্টি মাঠের কর্মসূচি দেওয়ার কথা বলছে, বিএনপি এ রকম কোনো মাঠের কর্মসূচিতে যাবে কিনা; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন কোনো কর্মসূচিতে যাবো না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত