স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক প্রশ্নে কোনো জোট হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে। এটি একদিকে নির্বাচনি বৈতরণী পার হওয়ার জন্য; অন্যদিকে সংস্কার, বিচার ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে এক থাকার।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ করার জন্য বৃহত্তর ঐক্যের প্রয়োজনবোধ থেকে আমরা জামায়াত ও সমমনা আট দলের সঙ্গে কথা বলেছি। এর ভিত্তিতে নির্বাচনী সমঝোতায় একমত হয়েছি।
নাহিদ ইসলাম বলেন, গণভোট ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ এই দলীয় সিদ্ধান্ত জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
মাসখানেক আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিতে প্রস্তুতির কথা জানায় এনসিপি। হঠাৎ করেই জামায়াতের সঙ্গে এনসিপির জোটের আলোচনা শুরু হয়, যা রোববার বিকেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আট দলীয় জোটের সঙ্গে এনসিপির যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান।
জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত আমির এনসিপি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাদের জোটে যোগ দিয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমাদের আট দলের সঙ্গে দুটি দল যুক্ত হয়েছে– এনসিপি ও এলডিপি।’
জামায়াত আমির বলেন, ‘এলডিপির অলি আহমেদ উপস্থিত আছেন। আর এনসিপির নাহিদ ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে মিটিং করেছেন। আমাদের জোটে যুক্ত হয়েছেন। রাতের মধ্যে সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত তুলে ধরবেন।’
এর কয়েক ঘণ্টা পরই সংবাদ সম্মেলনে আসেন নাহিদ ইসলাম। জামায়াতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দলের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বৃহত্তর ঐক্যের জন্য এই জোট গঠন হয়েছে।’ একাধিক নেতার পদত্যাগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাদের সঙ্গে আবার আলোচনা করব; বুঝানোর চেষ্টা করব।’
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা জামায়াতের সঙ্গে জোট আদর্শকে প্রশ্নবিদ্ধ করে কিনা– প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচিত হলে এনসিপি নিজের মতো কাজ করবে। অন্যান্য দল তাদের মতো কাজ করবে।’
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ও এনসিপির মধ্যে ৩০টি আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হয়েছে। আট দলের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জামায়াত আমির জানান, তাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে।

জামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক প্রশ্নে কোনো জোট হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে। এটি একদিকে নির্বাচনি বৈতরণী পার হওয়ার জন্য; অন্যদিকে সংস্কার, বিচার ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে এক থাকার।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ করার জন্য বৃহত্তর ঐক্যের প্রয়োজনবোধ থেকে আমরা জামায়াত ও সমমনা আট দলের সঙ্গে কথা বলেছি। এর ভিত্তিতে নির্বাচনী সমঝোতায় একমত হয়েছি।
নাহিদ ইসলাম বলেন, গণভোট ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ এই দলীয় সিদ্ধান্ত জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
মাসখানেক আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিতে প্রস্তুতির কথা জানায় এনসিপি। হঠাৎ করেই জামায়াতের সঙ্গে এনসিপির জোটের আলোচনা শুরু হয়, যা রোববার বিকেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আট দলীয় জোটের সঙ্গে এনসিপির যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান।
জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত আমির এনসিপি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাদের জোটে যোগ দিয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমাদের আট দলের সঙ্গে দুটি দল যুক্ত হয়েছে– এনসিপি ও এলডিপি।’
জামায়াত আমির বলেন, ‘এলডিপির অলি আহমেদ উপস্থিত আছেন। আর এনসিপির নাহিদ ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে মিটিং করেছেন। আমাদের জোটে যুক্ত হয়েছেন। রাতের মধ্যে সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত তুলে ধরবেন।’
এর কয়েক ঘণ্টা পরই সংবাদ সম্মেলনে আসেন নাহিদ ইসলাম। জামায়াতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দলের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বৃহত্তর ঐক্যের জন্য এই জোট গঠন হয়েছে।’ একাধিক নেতার পদত্যাগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাদের সঙ্গে আবার আলোচনা করব; বুঝানোর চেষ্টা করব।’
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা জামায়াতের সঙ্গে জোট আদর্শকে প্রশ্নবিদ্ধ করে কিনা– প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচিত হলে এনসিপি নিজের মতো কাজ করবে। অন্যান্য দল তাদের মতো কাজ করবে।’
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ও এনসিপির মধ্যে ৩০টি আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হয়েছে। আট দলের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জামায়াত আমির জানান, তাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর)। ইতিমধ্যে বিএনপির চূড়ান্ত মনোনয়ন বিতরণের কার্যক্রম শেষের পর্যায়ে। তবে শেষ মুহূর্তে বেশ কিছু আসনে পরিবর্তন এনেছে বিএনপি। যদিও এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত দেয়নি দলটি।
১৪ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ২০টি আসনে মনোনয়নপ্রত্যাশীদের ঢল নেমেছে। রোববার সকাল পর্যন্ত ঢাকা অঞ্চলের ৩২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের এই বিপুল সংখ্যা নির্বাচন সংশ্লিষ্টদের বিস্মিত করেছে।
১ ঘণ্টা আগে
মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এখন সর্বোচ্চ আদালতের আদেশের ওপর ঝুলে আছে। ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের ওপর আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) আদেশ দেবেন আপিল বিভাগের চেম্বার আদালত।
২ ঘণ্টা আগে
রাজধানীতে ডাকা ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে দলটি।
৪ ঘণ্টা আগে