leadT1ad

‘ভোটে জিততে’ গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খাঁন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯: ০৪
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন (বামে), বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মাঝে) এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (ডানে)। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাঁর যোগদানের আনুষ্ঠানিকতা হয়।

পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন। আমি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সব নেতাকর্মীকে অনুরোধ করবো রাশেদ খাঁনের সঙ্গে কাজ করার জন্য, সর্বশক্তি দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতায় সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ এবং সাধারণ সম্পাদক রাশেদকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দেয় বিএনপি। তবে সংকট ছিল নির্বাচনী প্রতীক নিয়ে। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুসারে, জোট গঠন করলেও নিজ দলের প্রতীকেই প্রার্থীদের নির্বাচন করতে হবে। সেই হিসেবে, গণঅধিকার পরিষদের দুই নেতাকেই দলীয় প্রতীক ট্রাক নিয়ে লড়তে হতো।

সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ না পাওয়ায় জোটের প্রার্থীরা কিছুটা পিছিয়ে পড়তে পারেন। এ জন্য সমমনা একাধিক দলের শীর্ষ নেতারা এরই মধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন।

একই কারণে রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিচ্ছেন বলে গতকাল শুক্রবার সন্ধ্যার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন গণঅধিকারের সভাপতি নুর।

নুরুল হক নুর জানান, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খাঁন গণঅধিকারের সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন। নির্বাচনে জয়লাভের জন্য ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাশেদ খান বিএনপির প্রাথমিক সদস্যপদ নেবেন। কৌশলগত কারণে দল থেকে তাঁকে এই অনুমতি দেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত