leadT1ad

আনিসুলের বাসভবনে হামলার নিন্দা জাপার একাংশের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা

জাতীয় পার্টির (আনিসুল) এক জরুরি প্রেসিডিয়াম বৈঠক। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির একাংশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত জাতীয় পার্টির (আনিসুল) এক জরুরি প্রেসিডিয়াম বৈঠকে এ ঘটনার নিন্দা জানানো হয়।

সভায় বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে অতর্কিত হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট চালায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সভার শুরুতে জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ধানমন্ডির ৩২ নম্বর, ছায়ানট, উদীচীসহ দেশের বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়।

এ ছাড়া ময়মনসিংহে হিন্দু তরুণকে হত্যা, সাংবাদিক নূরুল কবিরের ওপর হামলা এবং ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

জাতীয় পার্টির (একাংশের) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে ইতোমধ্যে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ নামে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করেছে। তবে বিদ্যমান সহিংস পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রশ্ন রাখেন, জাতীয় পার্টির বিভিন্ন নেতার বিরুদ্ধে জুলাই-আগস্টে দায়ের করা মিথ্যা হত্যা মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি। অনেক নেতার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল। এসব প্রত্যাহার না হলে তাঁরা কীভাবে নির্বাচনে অংশগ্রহণ নেবেন?

আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে ও এ বি এম রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, নাসরিন জাহান রত্না, সোলায়মান আলম শেঠ প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত