leadT1ad

গণতন্ত্রে উত্তরণের কঠিন পথ পার হয়েছি তারেক রহমানের নেতৃত্বে: মির্জা ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭: ০২
সভামঞ্চে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল। ভিডিও থেকে নেওয়া ছবি

বাংলাদেশের জনসাধারণের পক্ষ থেকে তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, গণতন্ত্রের উত্তরণের কঠিন পথ তারেক রহমানের নেতৃত্বে পার হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিকেল চারটায় তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় তারেক রহমানের বক্তব্যের আগে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রে উত্তরণের সবচেয়ে কঠিন পথগুলো আমরা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে পার হতে সক্ষম হয়েছি।’

মির্জা ফখরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে দীর্ঘ ১৭ বছর পর আমাদের মধ্যে ফিরে এসেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

বিগত বছরগুলোর রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শক্তির অত্যাচার, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমান প্রবাসে থেকেও আমাদের সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নেতৃত্বেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান হয়েছে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করতে পেরেছি।’

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর দোয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

আগামী সংসদ নির্বাচন ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশা আল্লাহ, সেই নির্বাচনে জনগণের রায়ে জয়ী হয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করব।’

Ad 300x250

সম্পর্কিত