স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের জনসাধারণের পক্ষ থেকে তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, গণতন্ত্রের উত্তরণের কঠিন পথ তারেক রহমানের নেতৃত্বে পার হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিকেল চারটায় তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় তারেক রহমানের বক্তব্যের আগে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রে উত্তরণের সবচেয়ে কঠিন পথগুলো আমরা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে পার হতে সক্ষম হয়েছি।’
মির্জা ফখরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে দীর্ঘ ১৭ বছর পর আমাদের মধ্যে ফিরে এসেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’
বিগত বছরগুলোর রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শক্তির অত্যাচার, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমান প্রবাসে থেকেও আমাদের সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নেতৃত্বেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান হয়েছে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করতে পেরেছি।’
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর দোয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।’
আগামী সংসদ নির্বাচন ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশা আল্লাহ, সেই নির্বাচনে জনগণের রায়ে জয়ী হয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করব।’

বাংলাদেশের জনসাধারণের পক্ষ থেকে তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, গণতন্ত্রের উত্তরণের কঠিন পথ তারেক রহমানের নেতৃত্বে পার হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিকেল চারটায় তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় তারেক রহমানের বক্তব্যের আগে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রে উত্তরণের সবচেয়ে কঠিন পথগুলো আমরা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে পার হতে সক্ষম হয়েছি।’
মির্জা ফখরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে দীর্ঘ ১৭ বছর পর আমাদের মধ্যে ফিরে এসেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’
বিগত বছরগুলোর রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শক্তির অত্যাচার, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমান প্রবাসে থেকেও আমাদের সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নেতৃত্বেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান হয়েছে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করতে পেরেছি।’
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর দোয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।’
আগামী সংসদ নির্বাচন ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশা আল্লাহ, সেই নির্বাচনে জনগণের রায়ে জয়ী হয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করব।’

১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। জনস্রোত ঠেলে বিকেলে পৌঁছান রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) সড়কের সংবর্ধনা মঞ্চে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত সুদৃশ্য ও ‘আলিশান’ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেছেন।
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি এ ঘোষণার পাশাপাশি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে এনসিপির হয়ে নির্বাচন না করার কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে