২৫ ডিসেম্বর খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। এই দিনটি মূলত যিশুর জন্মদিন হিসেবে পালন করা হয়। বড়দিনের অন্যতম বড় আকর্ষণ হলো সান্তা ক্লজ। সান্তা ক্লজ কীভাবে হয়ে উঠল উৎসবের প্রতীক?
মিনহাজ রহমান পিয়াস

সান্তা ক্লজের কথা ভাবলেই আমাদের মনে ভেসে ওঠে হাসিখুশি, গোলগাল, দাড়িওয়ালা এক দয়ালু বৃদ্ধের ছবি। গায়ে উজ্জ্বল লাল কোট, সাদা ফার, কালো বেল্ট। এই লাল সান্তা ক্লজ আমাদের কল্পনায় এমনভাবে গেঁথে গেছে যে মনে হয় সান্তা বুঝি চিরকালই লাল পোশাক পরতেন। মজার ব্যাপার হলো, একসময় সান্তাকে নীল, সবুজ, বাদামিসহ নানা রঙের পোশাকেই দেখা গেছে। তাহলে এখন লালই কেন?
এখানেই আসে কোকা-কোলার গল্প। ১৯৩১ সালে কোকা-কোলা ক্রিসমাসের বিজ্ঞাপনে এমন এক সান্তাকে সামনে আনল, যিনি ভয়ংকর রূপকথার চরিত্র নন, বরং একেবারে ঘরের মানুষ। উষ্ণ, বন্ধুসুলভ, হাত বাড়ালেই যেন হেসে কথা বলবেন। ১৮০০ সালে কার্টুনিস্ট থমাস ন্যাস্ট সান্তা ক্লজকে লাল ড্রেসে এঁকেছিলেন। সেই আইডিয়া থেকে ১৯৩১ সালে কোকা-কোলা আর্টিস্ট হেডন সানডব্লমকে দিয়ে তাদের ব্র্যান্ড কালারের সঙ্গে মিলিয়ে বন্ধুসুলভ লাল স্যুট পরা এক সান্তাকে আঁকায়।

তারপর ম্যাগাজিন, পোস্টার, বিলবোর্ড, দোকানের ডিসপ্লেতে বিশ্বজুড়ে কোকা-কোলা সেই প্রচারণা চালায়। ১৯৩১–১৯৬৪ সালের কোকাকোলার সেই বিজ্ঞাপনগুলো পরবর্তীতে লাল-সাদা সুটে বিশ্বজুড়ে সান্তার ইমেজ তৈরিতে ভূমিকা রাখে। বছরের পর বছর একই পোশাকের পুনরাবৃত্তি হতে হতে লাল সান্তাই হয়ে উঠল পোশাকের রঙ।
সেইন্ট নিকোলাস নামে এক বিশপকে ঘিরে সান্তা ক্লজের গল্প শুরু। ধারনা করা হয় খ্রিষ্টিয় ২৮০ সালের দিকে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কের পাতারা অঞ্চলে তাঁর জন্ম হয়েছিল। সততা, দয়া ও মহানুভবতার জন্য তিনি মানুষের মন জয় করে নিয়েছিলেন। গরিব-দুঃখী ও অসহায় মানুষদের সাহায্য করতেন তিনি। শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন নিকোলাস। কথিত আছে, একবার নিকোলাস দাস হিসেবে বিক্রি হতে যাওয়া তিন মেয়েকে রক্ষা করেছিলেন। পাশাপাশি তিনি সেই মেয়েগুলির বিয়ের যাবতীয় খরচও নিজে করেছিলেন।
নিকোলাস বাচ্চাদের ভীষণ ভালবাসতেন। চুপিচুপি তাদের জন্য গিফট রেখে যেতেন। বাচ্চাদের অবাক করা হাসিমুখ তার খুব পছন্দ ছিল। এই জনদরদী মনোভাবের জন্য এক সময় সারা ইউরোপে তাঁর নামে জয়জয়কার শুরু হতে থাকে। সেইন্ট নিকোলাস পরিচিতি পেতে থাকেন বাচ্চাদের পরম বন্ধু ও সবার দুর্দিনের সাথী হিসেবে। এভাবেই একসময় সেইন্ট নিকোলাস সারা ইউরোপে সবচেয়ে জনপ্রিয় সেইন্ট হিসেবে স্বীকৃতি পান এবং অনেকেই মনে করেন সেইন্ট নিকোলাসই আজকের সান্তা ক্লজ ।
লোকগল্প অনুসারে সান্তা উত্তর মেরুতে থাকেন। সেখানে বসেই তিনি বাচ্চাদের চিঠি পড়েন। মজার ব্যাপার হলো, কিছু দেশে সত্যি সত্যিই ডাকঘরে সান্তার ঠিকানা আছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের ডাকঘরে নর্থ পোলের একটি ঠিকানা আছে সান্তাকে চিঠি পাঠানোর জন্য।
উনিশ শতকের গোড়ার দিকে ক্রিসমাস উপলক্ষে উপহার বিনিময় এক ধরনের সামাজিক প্রথায় পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রিসমাস উপলক্ষে উপহার বিনিময় প্রথা চালু করতে প্রচুর বিনিয়োগ করতে শুরু করে। দ্রুতই এটি সারা বিশ্ব ছড়িয়ে পড়ল। শপিং মলগুলোতে বিশাল বিশাল সাইজের ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ ও টুনি বাল্ব দিয়ে এমনভাবে সাজানো হতো যেন সবার মনেই উৎসবের আমেজ চলে আসে।
আর সেটিই মানুষকে উৎসব উপলক্ষে কেনাকাটার জন্য প্রভাবিত করতো। দোকানে দোকানে বিক্রি হতে থাকলো নানা ডিজাইনের কুকি, বাহারি পোশাক, সান্তার লাঠির আদলে তৈরি হয় ক্যান্ডি কেইন, নানা রকম চকলেটের বাহার আর নানা রকম গিফট সামগ্রী। এক কথায় বিশাল ব্যবসা ।
ক্রিসমাসের আনন্দ এখন আরও বেশি। উদযাপনের ঢং আরও উন্নত। ক্রিসমাস উপলক্ষে বিশ্বজুড়ে ব্যবসা আরও বাড়লেও শুধু সেইন্ট নিকোলাসের সেই আর্দশই এখন বিলুপ্তির পথে।

সান্তা ক্লজের কথা ভাবলেই আমাদের মনে ভেসে ওঠে হাসিখুশি, গোলগাল, দাড়িওয়ালা এক দয়ালু বৃদ্ধের ছবি। গায়ে উজ্জ্বল লাল কোট, সাদা ফার, কালো বেল্ট। এই লাল সান্তা ক্লজ আমাদের কল্পনায় এমনভাবে গেঁথে গেছে যে মনে হয় সান্তা বুঝি চিরকালই লাল পোশাক পরতেন। মজার ব্যাপার হলো, একসময় সান্তাকে নীল, সবুজ, বাদামিসহ নানা রঙের পোশাকেই দেখা গেছে। তাহলে এখন লালই কেন?
এখানেই আসে কোকা-কোলার গল্প। ১৯৩১ সালে কোকা-কোলা ক্রিসমাসের বিজ্ঞাপনে এমন এক সান্তাকে সামনে আনল, যিনি ভয়ংকর রূপকথার চরিত্র নন, বরং একেবারে ঘরের মানুষ। উষ্ণ, বন্ধুসুলভ, হাত বাড়ালেই যেন হেসে কথা বলবেন। ১৮০০ সালে কার্টুনিস্ট থমাস ন্যাস্ট সান্তা ক্লজকে লাল ড্রেসে এঁকেছিলেন। সেই আইডিয়া থেকে ১৯৩১ সালে কোকা-কোলা আর্টিস্ট হেডন সানডব্লমকে দিয়ে তাদের ব্র্যান্ড কালারের সঙ্গে মিলিয়ে বন্ধুসুলভ লাল স্যুট পরা এক সান্তাকে আঁকায়।

তারপর ম্যাগাজিন, পোস্টার, বিলবোর্ড, দোকানের ডিসপ্লেতে বিশ্বজুড়ে কোকা-কোলা সেই প্রচারণা চালায়। ১৯৩১–১৯৬৪ সালের কোকাকোলার সেই বিজ্ঞাপনগুলো পরবর্তীতে লাল-সাদা সুটে বিশ্বজুড়ে সান্তার ইমেজ তৈরিতে ভূমিকা রাখে। বছরের পর বছর একই পোশাকের পুনরাবৃত্তি হতে হতে লাল সান্তাই হয়ে উঠল পোশাকের রঙ।
সেইন্ট নিকোলাস নামে এক বিশপকে ঘিরে সান্তা ক্লজের গল্প শুরু। ধারনা করা হয় খ্রিষ্টিয় ২৮০ সালের দিকে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কের পাতারা অঞ্চলে তাঁর জন্ম হয়েছিল। সততা, দয়া ও মহানুভবতার জন্য তিনি মানুষের মন জয় করে নিয়েছিলেন। গরিব-দুঃখী ও অসহায় মানুষদের সাহায্য করতেন তিনি। শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন নিকোলাস। কথিত আছে, একবার নিকোলাস দাস হিসেবে বিক্রি হতে যাওয়া তিন মেয়েকে রক্ষা করেছিলেন। পাশাপাশি তিনি সেই মেয়েগুলির বিয়ের যাবতীয় খরচও নিজে করেছিলেন।
নিকোলাস বাচ্চাদের ভীষণ ভালবাসতেন। চুপিচুপি তাদের জন্য গিফট রেখে যেতেন। বাচ্চাদের অবাক করা হাসিমুখ তার খুব পছন্দ ছিল। এই জনদরদী মনোভাবের জন্য এক সময় সারা ইউরোপে তাঁর নামে জয়জয়কার শুরু হতে থাকে। সেইন্ট নিকোলাস পরিচিতি পেতে থাকেন বাচ্চাদের পরম বন্ধু ও সবার দুর্দিনের সাথী হিসেবে। এভাবেই একসময় সেইন্ট নিকোলাস সারা ইউরোপে সবচেয়ে জনপ্রিয় সেইন্ট হিসেবে স্বীকৃতি পান এবং অনেকেই মনে করেন সেইন্ট নিকোলাসই আজকের সান্তা ক্লজ ।
লোকগল্প অনুসারে সান্তা উত্তর মেরুতে থাকেন। সেখানে বসেই তিনি বাচ্চাদের চিঠি পড়েন। মজার ব্যাপার হলো, কিছু দেশে সত্যি সত্যিই ডাকঘরে সান্তার ঠিকানা আছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের ডাকঘরে নর্থ পোলের একটি ঠিকানা আছে সান্তাকে চিঠি পাঠানোর জন্য।
উনিশ শতকের গোড়ার দিকে ক্রিসমাস উপলক্ষে উপহার বিনিময় এক ধরনের সামাজিক প্রথায় পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রিসমাস উপলক্ষে উপহার বিনিময় প্রথা চালু করতে প্রচুর বিনিয়োগ করতে শুরু করে। দ্রুতই এটি সারা বিশ্ব ছড়িয়ে পড়ল। শপিং মলগুলোতে বিশাল বিশাল সাইজের ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ ও টুনি বাল্ব দিয়ে এমনভাবে সাজানো হতো যেন সবার মনেই উৎসবের আমেজ চলে আসে।
আর সেটিই মানুষকে উৎসব উপলক্ষে কেনাকাটার জন্য প্রভাবিত করতো। দোকানে দোকানে বিক্রি হতে থাকলো নানা ডিজাইনের কুকি, বাহারি পোশাক, সান্তার লাঠির আদলে তৈরি হয় ক্যান্ডি কেইন, নানা রকম চকলেটের বাহার আর নানা রকম গিফট সামগ্রী। এক কথায় বিশাল ব্যবসা ।
ক্রিসমাসের আনন্দ এখন আরও বেশি। উদযাপনের ঢং আরও উন্নত। ক্রিসমাস উপলক্ষে বিশ্বজুড়ে ব্যবসা আরও বাড়লেও শুধু সেইন্ট নিকোলাসের সেই আর্দশই এখন বিলুপ্তির পথে।

নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ছুঁয়ে শপথ নিলেন। জোহরান মামদানি ওল্ড সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে (পাতালরেল) স্টেশনে এই শপথ নেন। শপথবাক্য পাঠ করান নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। ধর্মগ্রন্থে ছুঁয়ে শপথের ব্যাপারটি আদালত, রাষ্ট্রপ্রধানের অভি
৪ ঘণ্টা আগে
নতুন বছর মানেই কেবল ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়া নয়; এটি মানবসভ্যতার জন্য পেছনে তাকিয়ে শেখার, সামনে তাকিয়ে নতুন করে ভাবার সময়। যুদ্ধ, সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু বিপর্যয় ও রাজনৈতিক মেরুকরণে ক্লান্ত মানবসভ্যতা নতুন বছরে যে প্রত্যাশাটি সবচেয়ে বেশি করে, তা হলো শান্তি।
৬ ঘণ্টা আগে
বছর শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। অদ্ভুত এক মানসিক তাড়না কাজ করছে অনেকের মধ্যে। ৩১ ডিসেম্বর রাত ১২টার আগেই যেন সব হিসাব মেলাতে হবে। একেই বলা হচ্ছে ‘ওয়ান লাস্ট টাইম’ সাইকোলজি। কিন্তু বছর পাল্টালেই তো জীবন বদলাবে না। তবে কেন এই মানসিক অস্থিরতা?
১ দিন আগে
খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন শুরু হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্মরণ করে সোশ্যাল মিডিয়াতে শোক জানিয়েছেন ব্যান্ড সংগীত তারকারা।
১ দিন আগে