স্ট্রিম ডেস্ক

পৃথিবীর বয়সে আরও এক বছর যোগ হলো। যুদ্ধ, বিগ্রহ, আনন্দ, বেদনা আর ঘটনার ঘনঘটার মধ্য দিয়ে শেষ হলো ইংরেজি বছর ২০২৫। পুরোনোকে পেছনে ফেলে পৃথিবীর বিভিন্ন দেশ নতুন বছরকে উৎসব আনন্দে বরণ করছে।
পৃথিবীর ভৌগোলিক অবস্থান এবং সূর্যের আলো পৌঁছানোর সময়ের তারতম্যের কারণে বিশ্বের সব দেশের ২০২৬ সালে প্রবেশ করতে সময় লাগবে পুরো ২৬ ঘণ্টা। এরই মধ্যে পৃথিবীর কোনো কোনো দেশ ২০২৬ সালকে বরণ করে নিয়েছে। আতশবাজির ঝলকানিতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে নতুন বছর বরণের আনন্দ উদযাপন করেছে মানুষ। আবার কোথাও কোথাও এখনো প্রস্তুতি চলছে নতুন বছরকে বরণের।
বিশ্বের প্রথম হিসেবে ২০২৬ সালকে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরের দেশ কিরিবাতি। এটি হাওয়াইয়ের দক্ষিণ এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি দেশ। আবার সবার শেষে নতুন বছরকে স্বাগত জানাবে বেকার দ্বীপ। প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে অবস্থিত জনবসতিহীন, অসংগঠিত ও ক্ষুদ্র এ দ্বীপটি হাওয়াই ও অস্ট্রেলিয়ার প্রায় মাঝামাঝি অবস্থানে রয়েছে। এটি মূলত একটি সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত।

কিরিবাতির কিছু সময় পরই নিউজিল্যান্ড নতুন বছরকে স্বাগত জানায়। এরপর অস্ট্রেলিয়া নতুন বছরকে স্বাগত জানায়। তার ঘণ্টা তিনেক পরে ২০২৬ সালকে স্বাগত জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া। তার এক ঘণ্টা পর হংকং, সিঙ্গারপুর ২০২৬ সালে প্রবেশ করে।
ইউরোপ মহাদেশের মধ্যে যুক্তরাজ্যের আগে অধিকাংশ দেশই নতুন বছরে প্রবেশ করে। ইতোমধ্যে ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালি নতুন বছরকে স্বাগত জানিয়েছে। অবশ্য এর কিছু সময় পরই যুক্তরাজ্য, পুর্তুগাল ও আইসল্যান্ড নতুন বছরকে স্বাগত জানায়। আবার পশ্চিম আফ্রিকার দেশ ঘানাও ইতোমধ্যে নতুক বছরকে স্বাগত জানিয়েছে।
এরপরই আমেরিকা অঞ্চলের পালা। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ইতোমধ্যে নতুন বছরে প্রবেশ করেছে। এই রিপোর্ট লেখার সময় (বৃহস্পতিবার সকাল ৯টা ১৬ মিনিট) ব্রাজিলে নতুন বছরের ১৪ মিনিট পারও করেছে।
ইতোমধ্যে নতুন বছরকে বরণ করে নিয়েছে চীন, থ্যাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, দুবাই, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, মিসর, ইসরায়েল, জিম্বাবুয়ে, লেবানন, সাইপ্রাস, গ্রিস, রোমানিয়া, ইউক্রেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়ায় নতুন বছরকে স্বাগত জানানো হয়।

যুক্তরাষ্ট্র এখনো নতুন বছরে প্রবেশ করেনি। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সময়ের পার্থক্য আছে। তবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে নতুন বছর উদযাপনই সবচেয়ে আলোচিত হয় প্রতিবছর। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৭ মিনিট) এখনো সময় হাতে আছে দেড় ঘণ্টার মতো। তবে নতুন বছরকে বরণ করতে টাইমস স্কয়ারে জড়ো হচ্ছেন মানুষ। ধারণা করা হচ্ছে অন্তত ১০ লাখ লোক জড়ো হবেন টাইমস স্কয়ারে। তাঁরা সেখানে জড়ো হয়ে লাইভ স্টেজ শো’র সঙ্গে উল্লাসে মাতেন।

পৃথিবীর বয়সে আরও এক বছর যোগ হলো। যুদ্ধ, বিগ্রহ, আনন্দ, বেদনা আর ঘটনার ঘনঘটার মধ্য দিয়ে শেষ হলো ইংরেজি বছর ২০২৫। পুরোনোকে পেছনে ফেলে পৃথিবীর বিভিন্ন দেশ নতুন বছরকে উৎসব আনন্দে বরণ করছে।
পৃথিবীর ভৌগোলিক অবস্থান এবং সূর্যের আলো পৌঁছানোর সময়ের তারতম্যের কারণে বিশ্বের সব দেশের ২০২৬ সালে প্রবেশ করতে সময় লাগবে পুরো ২৬ ঘণ্টা। এরই মধ্যে পৃথিবীর কোনো কোনো দেশ ২০২৬ সালকে বরণ করে নিয়েছে। আতশবাজির ঝলকানিতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে নতুন বছর বরণের আনন্দ উদযাপন করেছে মানুষ। আবার কোথাও কোথাও এখনো প্রস্তুতি চলছে নতুন বছরকে বরণের।
বিশ্বের প্রথম হিসেবে ২০২৬ সালকে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরের দেশ কিরিবাতি। এটি হাওয়াইয়ের দক্ষিণ এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি দেশ। আবার সবার শেষে নতুন বছরকে স্বাগত জানাবে বেকার দ্বীপ। প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে অবস্থিত জনবসতিহীন, অসংগঠিত ও ক্ষুদ্র এ দ্বীপটি হাওয়াই ও অস্ট্রেলিয়ার প্রায় মাঝামাঝি অবস্থানে রয়েছে। এটি মূলত একটি সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত।

কিরিবাতির কিছু সময় পরই নিউজিল্যান্ড নতুন বছরকে স্বাগত জানায়। এরপর অস্ট্রেলিয়া নতুন বছরকে স্বাগত জানায়। তার ঘণ্টা তিনেক পরে ২০২৬ সালকে স্বাগত জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া। তার এক ঘণ্টা পর হংকং, সিঙ্গারপুর ২০২৬ সালে প্রবেশ করে।
ইউরোপ মহাদেশের মধ্যে যুক্তরাজ্যের আগে অধিকাংশ দেশই নতুন বছরে প্রবেশ করে। ইতোমধ্যে ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালি নতুন বছরকে স্বাগত জানিয়েছে। অবশ্য এর কিছু সময় পরই যুক্তরাজ্য, পুর্তুগাল ও আইসল্যান্ড নতুন বছরকে স্বাগত জানায়। আবার পশ্চিম আফ্রিকার দেশ ঘানাও ইতোমধ্যে নতুক বছরকে স্বাগত জানিয়েছে।
এরপরই আমেরিকা অঞ্চলের পালা। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ইতোমধ্যে নতুন বছরে প্রবেশ করেছে। এই রিপোর্ট লেখার সময় (বৃহস্পতিবার সকাল ৯টা ১৬ মিনিট) ব্রাজিলে নতুন বছরের ১৪ মিনিট পারও করেছে।
ইতোমধ্যে নতুন বছরকে বরণ করে নিয়েছে চীন, থ্যাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, দুবাই, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, মিসর, ইসরায়েল, জিম্বাবুয়ে, লেবানন, সাইপ্রাস, গ্রিস, রোমানিয়া, ইউক্রেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়ায় নতুন বছরকে স্বাগত জানানো হয়।

যুক্তরাষ্ট্র এখনো নতুন বছরে প্রবেশ করেনি। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সময়ের পার্থক্য আছে। তবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে নতুন বছর উদযাপনই সবচেয়ে আলোচিত হয় প্রতিবছর। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৭ মিনিট) এখনো সময় হাতে আছে দেড় ঘণ্টার মতো। তবে নতুন বছরকে বরণ করতে টাইমস স্কয়ারে জড়ো হচ্ছেন মানুষ। ধারণা করা হচ্ছে অন্তত ১০ লাখ লোক জড়ো হবেন টাইমস স্কয়ারে। তাঁরা সেখানে জড়ো হয়ে লাইভ স্টেজ শো’র সঙ্গে উল্লাসে মাতেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়।
১৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছে।
২০ ঘণ্টা আগে
ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও ধর্মঘট চলছে। রাজধানী তেহরান ছাড়াও দেশের বিভিন্ন শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর ফলে গত তিন বছরে ইরান সবচেয়ে বড় গণবিক্ষোভের মুখে পড়েছে।
২১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টি ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক তৎপরতার একটি বড় ধরনের উত্তেজনাপূর্ণ পদক্ষেপ। এর আগে এমন স্থল হামলা হয়নি।
১ দিন আগে