leadT1ad

নেতানিয়াহু চান ইরানে আরও হামলা করুক যুক্তরাষ্ট্র

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১: ৩৫
বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩০ বছরের বেশি সময় ধরে দেশটির জন্য এবং বিশ্বের জন্য ইরান ভয়াবহ হুমকি এ সতর্কবার্তা দিয়ে আসছেন। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কতা মাথায় নিয়ে তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালান।

যুক্তরাষ্ট্রের ওই হামলাতেও সন্তুষ্ট মনে হচ্ছে না নেতানিয়াহুকে। তিনি ইরানে আরও সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দেবেন। আগামীকাল রোববার (২৭ ডিসেম্বর) নেতানিয়াহু যুক্তরাষ্ট্র যাবেন। তিনি ফ্লোরিডার মার-ই লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। পরমাণু স্থাপনার পর এবার তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালাতে সেই বৈঠকে কথা বলবেন। খবর আল জাজিরার।

ইসরায়েলি কর্মকর্তা এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আবারও ইরানের বিরুদে্ধ যুদ্ধ করা নিয়ে ঢোল পেটাচ্ছেন। তাদের যুক্তি তেহরানের ক্ষেপণাস্ত্রের বিষয়টিতে অবশ্যই নজরে নিতে হবে। তবে বিশ্লেষকরা বলেছেন, ইরানের সঙ্গে আরেকটি সংঘাত ট্রাম্পের উল্লেখ করা বৈদেশিক নীতির অগ্রাধিকারের ঘোর বিরোধী হয়ে দাঁড়াবে।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো সিনা তোসি বলেন, ট্রাম্প যখন অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জোর দিচ্ছেন, নেতানিয়াহু তখন এই অঞ্চলে সামরিক আধিপত্য তৈরি করতে চাচ্ছেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে ইরান রাষ্ট্রকে ভাঙতে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘ যুদ্ধে জড়ানোর ইসরায়েলের এই আকাঙ্ক্ষা নেতানিয়াহুর একচ্ছত্র আধিপত্য ও সম্প্রসরাণবাদের ইচ্ছারই প্রতিফলন।

Ad 300x250

সম্পর্কিত