স্ট্রিম ডেস্ক

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। গত সপ্তাহে ওই ঘটনায় দুজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন পর্তুগালের নাগরিক ক্লদিও নেভেস ভালেন্তে। তাঁর বয়স ছিল ৪৮ বছর। তিনি ২০১৭ সালে ডাইভার্সিটি ভিসা লটারি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরে তিনি গ্রিন কার্ড পান।
ক্রিস্টি নোম বলেন, এই কর্মসূচির কারণে যাতে আর কোনো আমেরিকান ক্ষতিগ্রস্ত না হন, সে জন্যই এটি স্থগিত করা হয়েছে। তিনি কর্মসূচিটিকে ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেন।
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ক্লদিও নেভেস ভালেন্তে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক নুনো লোরেইরোকেও হত্যা করেছেন। নুনো লোরেইরো ছিলেন পর্তুগিজ নাগরিক। তাঁর বয়স ছিল ৪৭ বছর।
গ্রিন কার্ড লটারি কর্মসূচির মাধ্যমে প্রতি বছর সর্বোচ্চ ৫০ হাজার ভিসা দেওয়া হয়। যেসব দেশে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম, সেসব দেশের নাগরিকরা এই কর্মসূচির আওতায় আবেদন করতে পারেন। আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভিসা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্রিস্টি নোম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৭ সালেও এই কর্মসূচি বন্ধ করার চেষ্টা করেছিলেন। সে সময় নিউইয়র্কে একটি ট্রাক হামলায় আটজন নিহত হন।
ওই হামলার দায়ে দণ্ডপ্রাপ্ত উজবেকিস্তানের নাগরিক সাইফুল্লো সাইপভও এই লটারি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তিনি বর্তমানে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই নিউ হ্যাম্পশায়ারের সেলেম শহরের একটি স্টোরেজ স্থাপনা থেকে ক্লদিও নেভেস ভালেন্তের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তিনি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজ এবং সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগোয়। এতে ছয় দিন ধরে একাধিক অঙ্গরাজ্যে চলা অনুসন্ধানের পর সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়। তাঁর কাছে একটি ব্যাগ ও দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। কাছাকাছি একটি গাড়িতে পাওয়া আলামত ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গোলাগুলির ঘটনার সঙ্গে মিলে যায়।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাক্সন বলেন, ক্লদিও নেভেস ভালেন্তে ২০০০ সালের শরৎকাল থেকে পরের বছরের বসন্ত পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তিনি সেখানে পদার্থবিজ্ঞানে পিএইচডির জন্য পড়ছিলেন। তবে বর্তমানে তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সক্রিয় সম্পর্ক ছিল না বলে তিনি জানান।
কর্মকর্তারা বলেন, তাঁরা বিশ্বাস করেন যে নেভেস ভালেন্তে সোমবার ব্রুকলিনে এমআইটি অধ্যাপক নুনো এফ গোমেজ লোরেইরোকে তাঁর নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন। ব্রুকলিন শহরটি প্রভিডেন্স থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।
পুলিশ জানায়, ১৯৯০-র দশকের শেষ দিকে দুজনেই পর্তুগালের একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।
সিসিটিভি ফুটেজ ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে দুটি ঘটনার মধ্যে যোগসূত্র পাওয়া যায়। একই গাড়িকে অধ্যাপকের হত্যাস্থলের কাছেও দেখা যায়। এই ঘটনা ব্রাউন বিশ্ববিদ্যালয়ের হামলার মাত্র দুই দিন পর ঘটে।
কর্তৃপক্ষ এখনো এই দুই হামলার পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল তা জানায়নি।
১৩ ডিসেম্বর ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবনে চূড়ান্ত পরীক্ষার সময় এক বন্দুকধারী গুলি চালায়। এতে দুজন শিক্ষার্থী নিহত হন এবং আরও নয়জন আহত হন।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। গত সপ্তাহে ওই ঘটনায় দুজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন পর্তুগালের নাগরিক ক্লদিও নেভেস ভালেন্তে। তাঁর বয়স ছিল ৪৮ বছর। তিনি ২০১৭ সালে ডাইভার্সিটি ভিসা লটারি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরে তিনি গ্রিন কার্ড পান।
ক্রিস্টি নোম বলেন, এই কর্মসূচির কারণে যাতে আর কোনো আমেরিকান ক্ষতিগ্রস্ত না হন, সে জন্যই এটি স্থগিত করা হয়েছে। তিনি কর্মসূচিটিকে ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেন।
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ক্লদিও নেভেস ভালেন্তে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক নুনো লোরেইরোকেও হত্যা করেছেন। নুনো লোরেইরো ছিলেন পর্তুগিজ নাগরিক। তাঁর বয়স ছিল ৪৭ বছর।
গ্রিন কার্ড লটারি কর্মসূচির মাধ্যমে প্রতি বছর সর্বোচ্চ ৫০ হাজার ভিসা দেওয়া হয়। যেসব দেশে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম, সেসব দেশের নাগরিকরা এই কর্মসূচির আওতায় আবেদন করতে পারেন। আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভিসা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্রিস্টি নোম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৭ সালেও এই কর্মসূচি বন্ধ করার চেষ্টা করেছিলেন। সে সময় নিউইয়র্কে একটি ট্রাক হামলায় আটজন নিহত হন।
ওই হামলার দায়ে দণ্ডপ্রাপ্ত উজবেকিস্তানের নাগরিক সাইফুল্লো সাইপভও এই লটারি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তিনি বর্তমানে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই নিউ হ্যাম্পশায়ারের সেলেম শহরের একটি স্টোরেজ স্থাপনা থেকে ক্লদিও নেভেস ভালেন্তের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তিনি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজ এবং সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগোয়। এতে ছয় দিন ধরে একাধিক অঙ্গরাজ্যে চলা অনুসন্ধানের পর সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়। তাঁর কাছে একটি ব্যাগ ও দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। কাছাকাছি একটি গাড়িতে পাওয়া আলামত ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গোলাগুলির ঘটনার সঙ্গে মিলে যায়।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাক্সন বলেন, ক্লদিও নেভেস ভালেন্তে ২০০০ সালের শরৎকাল থেকে পরের বছরের বসন্ত পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তিনি সেখানে পদার্থবিজ্ঞানে পিএইচডির জন্য পড়ছিলেন। তবে বর্তমানে তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সক্রিয় সম্পর্ক ছিল না বলে তিনি জানান।
কর্মকর্তারা বলেন, তাঁরা বিশ্বাস করেন যে নেভেস ভালেন্তে সোমবার ব্রুকলিনে এমআইটি অধ্যাপক নুনো এফ গোমেজ লোরেইরোকে তাঁর নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন। ব্রুকলিন শহরটি প্রভিডেন্স থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।
পুলিশ জানায়, ১৯৯০-র দশকের শেষ দিকে দুজনেই পর্তুগালের একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।
সিসিটিভি ফুটেজ ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে দুটি ঘটনার মধ্যে যোগসূত্র পাওয়া যায়। একই গাড়িকে অধ্যাপকের হত্যাস্থলের কাছেও দেখা যায়। এই ঘটনা ব্রাউন বিশ্ববিদ্যালয়ের হামলার মাত্র দুই দিন পর ঘটে।
কর্তৃপক্ষ এখনো এই দুই হামলার পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল তা জানায়নি।
১৩ ডিসেম্বর ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবনে চূড়ান্ত পরীক্ষার সময় এক বন্দুকধারী গুলি চালায়। এতে দুজন শিক্ষার্থী নিহত হন এবং আরও নয়জন আহত হন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলতি বছর যুক্তরাষ্ট্র প্রায় ২০ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছে। তবে তিনি বিভিন্ন সময়ে এই অঙ্ক ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করেছেন।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে বিক্ষোভ হয় ঢাকার শাহবাগ এলাকায়। পরে তা চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
৫ ঘণ্টা আগে
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি সতর্ক করেছেন, গাজায় ইসরায়েলের প্রতিদিনের যুদ্ধবিরতি লঙ্ঘন পুরো শান্তিচুক্তি প্রক্রিয়াকে বিপদের মুখে ফেলছে। তিনি দ্রুত চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এতে গাজায় চলমান ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।
১ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের মধ্যেও ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের নভেম্বরে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
১ দিন আগে