জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ
বাসস

জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুস্পষ্ট ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলোর একটি নির্দিষ্ট তালিকা আজ বিকেলের মধ্যেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।’
আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য আজ ও আগামীকাল এই আলোচনা শেষ করা। যাতে সবার কাছে গ্রহণযোগ্য একটি ঐকমত্যের সনদ আমরা আগামীকালের মধ্যেই তুলে দিতে পারি।’
ড. রীয়াজ আরও বলেন, ‘কমিশনের নিজস্ব আলোচনা আজ সকালে হয়েছে এবং তা অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আজকের বৈঠক দ্রুত এগিয়ে নিতে হবে।’ ইতোমধ্যে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা শুরু হলেও তা শেষ হয়নি।
রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩)–এখনো আলোচনায় তোলা হয়নি বলে জানান তিনি। তবে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ নিয়ে পৃথক প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে আগেই দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংবিধানের দ্বিতীয় ও তৃতীয় ভাগে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে বলেও জানান তিনি।
আলী রীয়াজ বলেন, ‘প্রাথমিক আলোচনাকালে প্রত্যেকটি দলই নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের জন্য সংবিধানের দ্বিতীয় ও প্রধানত তৃতীয় বিভাগে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন ও পরিমার্জনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছিলেন। তবে সংবিধান সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে বিএনপি কোন প্রস্তাবগুলোতে একমত হয়েছে, আর কোনগুলোতে নয়, সে বিষয়ে লিখিত মতামত দেওয়ার জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। এটি আমাদের প্রস্তাব চূড়ান্তকরণে সহায়ক হয়েছে।’
এ প্রেক্ষিতে কমিশনের সহ সভাপতি জানান , অনুচ্ছেদ ধরে ধরে বিস্তারিত আলোচনা করার সময় ও সুযোগ নেই। তবে সংশোধনী ও সংযোজনীর খসড়া দলগুলোকে দেওয়া হয়েছে। এসব খসড়া পড়ে যদি কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকে, তাহলে তা আগামীকাল সকাল নাগাদ কমিশনকে জানাতে অনুরোধ জানান তিনি।
কমিশন সূত্র জানায়, আজকের আলোচ্যসূচিতে রয়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, নির্বাচন পদ্ধতি, ইলেক্টোরাল কলেজ, উচ্চকক্ষ গঠন, নাগরিক অধিকার সম্প্রসারণ এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোচনা প্রথমবারের মতো আজ উঠছে জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, অন্যান্য বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
আজকের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।
আলোচনায় কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।

জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুস্পষ্ট ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলোর একটি নির্দিষ্ট তালিকা আজ বিকেলের মধ্যেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।’
আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য আজ ও আগামীকাল এই আলোচনা শেষ করা। যাতে সবার কাছে গ্রহণযোগ্য একটি ঐকমত্যের সনদ আমরা আগামীকালের মধ্যেই তুলে দিতে পারি।’
ড. রীয়াজ আরও বলেন, ‘কমিশনের নিজস্ব আলোচনা আজ সকালে হয়েছে এবং তা অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আজকের বৈঠক দ্রুত এগিয়ে নিতে হবে।’ ইতোমধ্যে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা শুরু হলেও তা শেষ হয়নি।
রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩)–এখনো আলোচনায় তোলা হয়নি বলে জানান তিনি। তবে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ নিয়ে পৃথক প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে আগেই দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংবিধানের দ্বিতীয় ও তৃতীয় ভাগে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে বলেও জানান তিনি।
আলী রীয়াজ বলেন, ‘প্রাথমিক আলোচনাকালে প্রত্যেকটি দলই নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের জন্য সংবিধানের দ্বিতীয় ও প্রধানত তৃতীয় বিভাগে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন ও পরিমার্জনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছিলেন। তবে সংবিধান সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে বিএনপি কোন প্রস্তাবগুলোতে একমত হয়েছে, আর কোনগুলোতে নয়, সে বিষয়ে লিখিত মতামত দেওয়ার জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। এটি আমাদের প্রস্তাব চূড়ান্তকরণে সহায়ক হয়েছে।’
এ প্রেক্ষিতে কমিশনের সহ সভাপতি জানান , অনুচ্ছেদ ধরে ধরে বিস্তারিত আলোচনা করার সময় ও সুযোগ নেই। তবে সংশোধনী ও সংযোজনীর খসড়া দলগুলোকে দেওয়া হয়েছে। এসব খসড়া পড়ে যদি কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকে, তাহলে তা আগামীকাল সকাল নাগাদ কমিশনকে জানাতে অনুরোধ জানান তিনি।
কমিশন সূত্র জানায়, আজকের আলোচ্যসূচিতে রয়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, নির্বাচন পদ্ধতি, ইলেক্টোরাল কলেজ, উচ্চকক্ষ গঠন, নাগরিক অধিকার সম্প্রসারণ এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোচনা প্রথমবারের মতো আজ উঠছে জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, অন্যান্য বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
আজকের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।
আলোচনায় কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে পৌঁছায়।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আগামীকাল শনিবারের (১৩ ডিসেম্বর) ‘আউট ডোর’ কর্মসূচি বাতিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় (১২ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বিজয়নগরে ওসমান শরীফ হাদিকে লক্ষ্য করে গুলির ঘটনায় তদন্ত নেমেছে একাধিক সংস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি একাধিক সংস্থা। কারা কী কারণে গুলি করেছে, কারও রাজনৈতিক দ্বন্দ্ব আছে কি না, তার তদন্ত শুরু হয়েছে। ওসমান হাদি বেশ কয়েকবার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন।
৪ ঘণ্টা আগে