স্ট্রিম প্রতিবেদক

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র সচিবের দফতরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক বিষয়ে জানতে চাইলে নামপ্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘আমি বৈঠকে ছিলাম না, তবে যতটুকু ধারণা করতে পেরেছি, পিটার হাসের একটি কোম্পানি রয়েছে, এবং সেটি নিয়েই আলোচনা করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন।’
গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে তিনি বুধবার কক্সবাজারে গিয়ে রাতে ঢাকায় ফেরেন। পিটার হাস বাংলাদেশে রাষ্ট্রদূত থাকার সময়েও প্রায়শই আলোচনায় আসতেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস।
তিনি দায়িত্ব শেষ করে গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন। পরে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগ দেন। টেক্সাসের উডল্যান্ডসভিত্তিক এই বহুজাতিক কোম্পানি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।
পেশাগত জীবনে লন্ডন, রাবাত, বার্লিন ও পর্তোপ্রাঁসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার পর পিটার হাস
বলেন, ‘আমি এক্সিলারেট এনার্জিতে যোগ দিতে পেরে খুবই উচ্ছ্বসিত, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি এবং বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষের জীবনমান উন্নত করতে উদ্ভাবনী এলএনজি সরবরাহ করে থাকে।’
তিনি বলেন, ‘এটি এমন একটি কোম্পানি, যা উৎকর্ষ, সততা এবং শক্তিশালী অংশীদারত্বের সঙ্গে কাজ করে আসছে।’
এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার কারণে মাঝেমধ্যে বাংলাদেশে আসতে হয় পিটার হাসকে। গত ৫ অগাস্ট জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিন কক্সবাজারে
তিনি এনসিপির পাঁচ শীর্ষ নেতার সঙ্গে গোপন বৈঠক করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
তবে পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পিটার হাস ওইদিন কক্সবাজারে থাকার কোনো তথ্য তাদের কাছে নেই। আর বৈঠকের কথা উড়িয়ে দিয়ে এনসিপি নেতারা বলেন, তারা কক্সবাজারে গেছেন বেড়াতে।

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র সচিবের দফতরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক বিষয়ে জানতে চাইলে নামপ্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘আমি বৈঠকে ছিলাম না, তবে যতটুকু ধারণা করতে পেরেছি, পিটার হাসের একটি কোম্পানি রয়েছে, এবং সেটি নিয়েই আলোচনা করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন।’
গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে তিনি বুধবার কক্সবাজারে গিয়ে রাতে ঢাকায় ফেরেন। পিটার হাস বাংলাদেশে রাষ্ট্রদূত থাকার সময়েও প্রায়শই আলোচনায় আসতেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস।
তিনি দায়িত্ব শেষ করে গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন। পরে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগ দেন। টেক্সাসের উডল্যান্ডসভিত্তিক এই বহুজাতিক কোম্পানি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।
পেশাগত জীবনে লন্ডন, রাবাত, বার্লিন ও পর্তোপ্রাঁসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার পর পিটার হাস
বলেন, ‘আমি এক্সিলারেট এনার্জিতে যোগ দিতে পেরে খুবই উচ্ছ্বসিত, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি এবং বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষের জীবনমান উন্নত করতে উদ্ভাবনী এলএনজি সরবরাহ করে থাকে।’
তিনি বলেন, ‘এটি এমন একটি কোম্পানি, যা উৎকর্ষ, সততা এবং শক্তিশালী অংশীদারত্বের সঙ্গে কাজ করে আসছে।’
এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার কারণে মাঝেমধ্যে বাংলাদেশে আসতে হয় পিটার হাসকে। গত ৫ অগাস্ট জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিন কক্সবাজারে
তিনি এনসিপির পাঁচ শীর্ষ নেতার সঙ্গে গোপন বৈঠক করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
তবে পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পিটার হাস ওইদিন কক্সবাজারে থাকার কোনো তথ্য তাদের কাছে নেই। আর বৈঠকের কথা উড়িয়ে দিয়ে এনসিপি নেতারা বলেন, তারা কক্সবাজারে গেছেন বেড়াতে।

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
৭ ঘণ্টা আগে
বই, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় মুখর 'বিজয় বইমেলায়' পাঠক সমাগম বাড়ছে। সোমবার (১৫ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণে পাঠকদের বেশ উপস্থিতির পাশাপাশি ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন।
৭ ঘণ্টা আগে
শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্দেহভাজনদের দেশত্যাগের তথ্য জানতে চিহ্নিত মানবপাচারকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৮ ঘণ্টা আগে
পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে দেশের গ্যাস মজুদের সংবেদনশীল ও গোপন তথ্য বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগে