leadT1ad

বিএনপি নেতার ঘরে আগুন: আয়েশার মৃত্যু, আইসিইউতে লড়ছেন স্মৃতি, দুদিনেও হয়নি মামলা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর

বিএনপি নেতার মেয়ে আয়েশা আক্তারের মৃত্যুর ঘটনার দুই দিন পার হলেও এখন পর্যন্ত মামলা হয়নি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে বিএনপি নেতার মেয়ে আয়েশা আক্তারের (৮) মৃত্যুর ঘটনার দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এর মধ্যে তাঁর বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ আরেক মেয়ে সামিয়া আক্তার বিথির (১৪) শরীরের ২ শতাংশ পুড়েছে। দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেলাল হোসেনকে দেখতে যান। এ সময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার ৪ লাখ টাকা তুলে দেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। পরে তাঁরা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ি পরিদর্শনে যান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেলাল হোসেনকে দেখতে যান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেলাল হোসেনকে দেখতে যান।

হাসপাতালে বেলাল কেন্দ্রীয় নেতাদের দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে বিএনপি নেতা রিজভী ও এ্যানি ঘটনার বিষয়ে বেলালের কাছে জানতে চান। বেলাল ঘটনার বিস্তারিত তাঁদের কাছে তুলে ধরেন।

এদিকে বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে পরিবার অভিযোগ তুললেও পুলিশ বলছে ভিন্ন কথা। পুলিশ জানায়, দুর্বৃত্তায়ন বা বাইরে থেকে তালা মেরে আগুন লাগানোর কোনো প্রমাণ তারা পায়নি।

প্রাথমিক তদন্তে ঘরের দরজায় তালা লাগানোর প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক। তিনি বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি। আমরা পরিবারকে মামলা করতে বলেছি। ঘটনাটির তদন্ত চলছে।’

দগ্ধ বিএনপি নেতা বেলালের শ্যালক মো. শুভ বলেন, ‘আমার বড় ভাগনি স্মৃতির অবস্থা আশঙ্কাজনক। তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।’

স্থানীয় ফাইভ স্টার স্কুলের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী বলেন, ‘দগ্ধ বিথি ও নিহত আয়েশা আমার স্কুলের শিক্ষার্থী। গত শুক্রবার রাত ১০টার দিকেও বিথিসহ অন্য শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলেছি। তখন বিথির সঙ্গে আয়েশাকেও দেখেছি। ২ ঘণ্টা পর সবকিছু শেষ হয়ে গেছে। ঘটনাটি মর্মান্তিক।’

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন, ‘ঘটনাটি হৃদয়বিদারক। এ ধরনের ঘটনা আমার ইউনিয়নে আর ঘটেনি। দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত