leadT1ad

কয়েক ঘণ্টার মধ্যে দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

হিথ্রো বিমানবন্দরে বিমানে উঠার আগে। জায়মা রহমানের ফেসবুক থেকে নেওয়া

আর মাত্র কয়েক ঘণ্টার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশে পৌঁছাবে। প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন তারেক রহমান
নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন তারেক রহমান

এর আগে স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক বিজি-২০২ ফ্লাইটটি (বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার) হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। ঢাকায় অবতরণের অবতরণের আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতি করবে।

জায়মা রহমানের ফেসবুক থেকে নেওয়া
জায়মা রহমানের ফেসবুক থেকে নেওয়া

এদিকে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন তারেক রহমান। পরে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান।

জায়মা রহমানের ফেসবুক থেকে নেওয়া
জায়মা রহমানের ফেসবুক থেকে নেওয়া

স্ত্রী ও কন্যা ছাড়াও এ যাত্রায় সফরসঙ্গী হয়েছেন তাঁর মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা। ৫ জনের টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬ লাখ টাকা।

ফ্লাইটরাডার ২৪ এ BG202 ফ্লাইটটির অবস্থান (বাংলাদেশ সময় সকাল ৮: ৩৪ মিনিটে নেওয়া স্ক্রিনশট)
ফ্লাইটরাডার ২৪ এ BG202 ফ্লাইটটির অবস্থান (বাংলাদেশ সময় সকাল ৮: ৩৪ মিনিটে নেওয়া স্ক্রিনশট)

এদিকে, বিশ্বের জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর মানচিত্রে লাইভ ট্র্যাকিংয়ে BG202 ফ্লাইটটি বর্তমানে অবস্থানও দেখা যাচ্ছে। ফ্লাইটরাডারে হিসাব অনুযায়ী, উড়োজাহাজটির সিলেটে অবতরণের সম্ভাব্য সময় আজ সকাল ১০: ০৫ মিনিট।

Ad 300x250

সম্পর্কিত