রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) আব্দুর রহিম খান।
পলিথিনমুক্ত মেলা ও ডিজিটাল সেবা
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় এবারের মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।
বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টাবাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। টিকিট ব্যবস্থাকেও আধুনিকায়ন করা হয়েছে। দর্শনার্থীরা অনলাইনের পাশাপাশি স্পট থেকে কিউআর কোড স্ক্যান করে ই-টিকিট কেটে মেলায় প্রবেশ করতে পারবেন।
যাতায়াত সুবিধা
শহর থেকে দূরে হওয়ায় দর্শনার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস চালু রয়েছে। এছাড়া এবারই প্রথম ‘কনসেশনাল রেটে’ রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ সার্ভিস যুক্ত করা হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১ জানুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনে ১৯৯৫ সাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা বন্ধ থাকার পর ২০২২ সাল থেকে এটি স্থায়ীভাবে পূর্বাচলের এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হচ্ছে।