leadT1ad

শুক্রবার সাভার যাচ্ছেন তারেক রহমান, স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তার চাদর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮: ০৭
জাতীয় স্মৃতিসৌধ। ছবি: উইকিপিডিয়া

১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ​

দলীয় সূত্রমতে, শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর তারেক রহমান প্রথমে তাঁর বাবা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেলে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করবেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাভার ও আশপাশ এলাকায় মোতায়েন করা হয়েছে আট শতাধিক পুলিশ সদস্য। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমিনবাজার, সাভার বাজার বাসস্ট্যান্ড এবং নবীনগরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট।

এছাড়া অফিশিয়াল নির্দেশনা না থাকলেও মানুষের অধিক সমাগম উপলক্ষে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সাজানো হচ্ছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাগানো হচ্ছে ফুলের নতুন চারা। সেই সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঝাড়ু ও পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়া স্মৃতিসৌধ এলাকাল ভিআইপি লাউঞ্জে বিশ্রামের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। ​

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীদের দাবি, দীর্ঘ সময় পর নেতার সরাসরি উপস্থিতি তাদের আন্দোলনে নতুন প্রাণসঞ্চার করবে।

আশুলিয়া থানা যুবদল নেতা জিএম মিন্টু বলেন, 'তারেক রহমানের সাভারে আগমন উপলক্ষে আজ সাধারণ মানুষের মধ্যে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা অভূতপূর্ব। দীর্ঘ সময় আমরা তাঁর সরাসরি দিকনির্দেশনার অপেক্ষায় ছিলাম। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি আজ যে ঐক্যের বার্তা দিয়েছেন, তা আমাদের নেতাকর্মীদের মনোবল হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। এই উপস্থিতি শুধু একটি সফর নয়, বরং আগামীর গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের জন্য এক নতুন শক্তি ও সাহসের প্রতীক। আমরা শপথ নিয়েছি, নেতার নেতৃত্বে আমরা এই জনপদকে জিয়ার আদর্শের দুর্ভেদ্য দুর্গে পরিণত করব।'

এছাড়া জাতীয় স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি নিয়ে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনো বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে আমাদের কোন অফিশিয়াল নির্দেশনা নেই। তবে তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করছে। এগুলো আমরা নিয়মিতভাবে করে থাকি তবে কাল যেহেতু অনেক মানুষের সমাগম হতে পারে তাই বাড়তি ব্যবস্থা করা হচ্ছে।'

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ ক্রাইম, অপস্ ও ট্রাফিক) আরাফাতুল ইসলাম, তারেক রহমানের সাভার সফরকে কেন্দ্র করে আমরা নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে সাভারের আমিনবাজার, সাভার বাজার বাসস্ট্যান্ড এবং নবীনগরসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। বর্তমানে সাভার ও আশপাশ এলাকায় জেলা পুলিশের ৮ শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত