leadT1ad

শ্রমিকদের প্রত্যাশা: কলকারখানার বিকাশে কাজ করবেন তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১: ৫১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় জড়ো হয়েছেন হাজারো শ্রমিক । তাঁদের প্রত্যাশা, আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নতুন কলকারখানা স্থাপনে কাজ করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে আসার খবরে শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

আশুলিয়া থেকে আসা পোশাককর্মী আকলিমা খাতুন বলেন, ‘তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে আমাদের সুযোগ-সুবিধা বাড়াবেন। তিনি দেশ ভালোভাবে চালাবেন বলে আশা করি।’

হেমায়েতপুরের ডাইং শ্রমিক আখিনুর বলেন, ‘বাড়ির সবাই বিএনপি করে। এতদিন ফেসবুকে দেখলেও আজ নেতাকে বাস্তবে দেখব। নেতারা এক কোটি লোকের চাকরির কথা বলেছেন। আশা করি, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বেকারদের কর্মসংস্থান করবেন।’

আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, বিগত ১৭ বছরে লুটপাট করে অনেক মালিক পালিয়েছে। তবে বিদেশি ক্রেতারা বাংলাদেশি শ্রমিকদের কাজে সন্তুষ্ট। খালেদা জিয়া যেমন ইপিজেড করেছিলেন, তেমনি তারেক রহমানের নেতৃত্বে দেশে শিল্পবিপ্লব ঘটবে বলে মনে করেন তিনি ।

ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বলেন, তারেক রহমানকে নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এখন জনগণ বুঝেছে তাঁর বিকল্প নেই। জিয়াউর রহমান যেমন পে-স্কেল ও গার্মেন্টস খাতের ভিত্তি গড়েছিলেন, তারেক রহমানও মিল-ফ্যাক্টরি করে বেকারত্ব দূর করবেন এবং চাঁদাবাজি বন্ধ করবেন।

Ad 300x250

সম্পর্কিত