leadT1ad

স্মৃতিসৌধে শ্রদ্ধা, পরিদর্শন বইয়ে ‘রাজনৈতিক কর্মী’ তারেক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২৩: ৫৯
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন তিনি। সেখানে পরিচয় লিখেছেন, রাজনৈতিক কর্মী।

জনস্রোত ঠেলে রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় সঙ্গে থাকা নেতাদের নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। আধা ঘণ্টা পরে স্মৃতিসৌধ এলাকা থেকে বের হন। পরে রাত ১০টা ৩৭ মিনিটে বাসে বসে পরিদর্শন বইয়ে সই করেন তারেক রহমান। বইয়ের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘১৯৭১-এর শহীদদের প্রতি জাতি চির কৃতজ্ঞ।’

২০০৬ সালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমান। এরপর ২০০৭ সালে ওয়ান-ইলেভেনে পটপরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। সেখান থেকে গতকাল শুক্রবার দেশে ফেরেন তারেক রহমান।

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) সড়কে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। পরে এভারকেয়ারে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শয্যাপাশে সময় কাটিয়ে গুলশানের বাড়িতে বিশ্রাম নেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন তারেক রহমান। এ সময় দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পরে একা বাবার কবরের পাশে হাত তুলে মোনাজাত করেন।

মোনাজাতের পরে তারেক রহমান কিছুক্ষণ বাবার কবরের সামনে একা দাঁড়িয়ে সুরা ফাতেহা ও দরুদ পাঠ করেন। এরপর তিনি একাই মোনজাত করেন। মোনাজাত শেষে টিস্যু দিয়ে নিজের চোখ মুছতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে।

এরপর সাভারে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য রওনা হয় তারেক রহমানসহ নেতাদের বহনকারী গাড়িবহর। তাঁকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কে লাখো নেতাকর্মী অবস্থান নেন।

Ad 300x250

সম্পর্কিত