leadT1ad

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মোনাজাতে অংশ নেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আততায়ীর গুলিতে নিহত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান।

তারেক রহমান এ সময় ওসমান হাদির কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং ফাতিহা পাঠ ও দুহাত তুলে দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

হাদির কবর জিয়ারতের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতাকর্মীরা।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. নিয়াজ আমহেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা লুৎফর রহমানসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তিনি ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে যাত্রা করেছেন।

দেড় দশকের নির্বাসিত জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরার পর গত দুদিন তারেক রহমানকে বুলেটপ্রুফ বাসে চড়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল। তবে আজ তিনি সেই বাসের পরিবর্তে একটি সাদা রঙের এসইউভিতে চড়ে গুলশানের বাসভবন ত্যাগ করেন। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুপাশে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

দলীয় সূত্রে জানা গেছে, এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ভোটার তালিকায় নিজের নাম হালনাগাদ করবেন।

হাদির কবর জিয়ারত করছেন তারেক রহমান
হাদির কবর জিয়ারত করছেন তারেক রহমান

তারেক রহমানের আগমনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়। শাহবাগের দিকেও পুলিশের ব্যারিকেড ও নজরদারি ছিল।

তারেক রহমানের আগমন উপলক্ষে টিএসসি এলাকায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন।

এদিকে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে নিরাপত্তার খাতিরে শাহবাগ এলাকা থেকে সরে এসে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে তারা ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে জাতীয় কবির সমাধির পাশে দাফন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার দিন পূর্বাচলের সংবর্ধনা সভায় তারেক রহমান ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেছিলেন, ‘ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠিত হোক। চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। গতকাল শুক্রবার তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

Ad 300x250

সম্পর্কিত