leadT1ad

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র জমা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৪
নাহিদ ইসলাম। ছবি : আশরাফুল আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির একটি প্রতিনিধিদল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে এই মনোনয়নপত্র হস্তান্তর করে।

নাহিদ ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলটির যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ।

মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে স্বাক্ষর করেছেন ওমর ফারুক। সমর্থনকারী হিসেবে ছিলেন মো. সামীর হোসেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত