স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা এই দাবি জানান।
এসময় বিক্ষোভকারীরা দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাওয়ের ঘোষণা দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার একটি কুশপুত্তলিকা।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, ‘আমরা সাত দিন সময় দিচ্ছি ড. ইউনূসকে। যদি এই কণ্ঠ আপনার কানে না পৌঁছায়, তবে যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব।’

তিনি আরও বলেন, ‘যদি আজ রাতে শান্তিতে ঘুমাতে চান, তবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বয়কট করার ব্যবস্থা করুন। নতুবা রাতে আপনার বাসার পাশে গিয়ে এই কণ্ঠ শোনানো হবে।’
সমাবেশে ছাত্রশক্তির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তৌহিদ সিয়াম বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সব সিদ্ধান্ত রাজপথে হয়েছে, গোলটেবিলে নয়। যারা রক্তের সাথে আপস করে গোলটেবিলে বসছেন, তাদের ষড়যন্ত্র দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।’
বিক্ষোভ চলাকালে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘জাহাঙ্গীর নো মোর’ এবং ‘হাদির গায়ে গুলি কেন, জবাব চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
পরে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
এদিকে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে উপদেষ্টার গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা এই দাবি জানান।
এসময় বিক্ষোভকারীরা দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাওয়ের ঘোষণা দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার একটি কুশপুত্তলিকা।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, ‘আমরা সাত দিন সময় দিচ্ছি ড. ইউনূসকে। যদি এই কণ্ঠ আপনার কানে না পৌঁছায়, তবে যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব।’

তিনি আরও বলেন, ‘যদি আজ রাতে শান্তিতে ঘুমাতে চান, তবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বয়কট করার ব্যবস্থা করুন। নতুবা রাতে আপনার বাসার পাশে গিয়ে এই কণ্ঠ শোনানো হবে।’
সমাবেশে ছাত্রশক্তির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তৌহিদ সিয়াম বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সব সিদ্ধান্ত রাজপথে হয়েছে, গোলটেবিলে নয়। যারা রক্তের সাথে আপস করে গোলটেবিলে বসছেন, তাদের ষড়যন্ত্র দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।’
বিক্ষোভ চলাকালে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘জাহাঙ্গীর নো মোর’ এবং ‘হাদির গায়ে গুলি কেন, জবাব চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
পরে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
এদিকে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে উপদেষ্টার গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগসহ রাতভর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাকে 'পরিকল্পিভাবে নির্বাচন পেছানোর অপকৌশল' হিসেবে দেখছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
৪ ঘণ্টা আগে
দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
৬ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ করার জন্যই একটি পক্ষ পরিকল্পিতভাবে এসব হামলা ও ভ্যান্ডালিজম (ভাঙচুর) চালাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
৬ ঘণ্টা আগে
শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
১২ ঘণ্টা আগে