স্ট্রিম প্রতিবেদক

বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। স্ব-বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ইসি সচিবের এমন বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন স্ট্রিমকে বলেন, ‘কমিশন যদি আমাদের সাংবিধানিক বা আইনি ব্যাখ্যা দিতে পারে তাহলে আমরা মেনে নিব, তখন অন্য প্রতীক নিয়ে চিন্তা করব।’
আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, ‘শাপলার প্রশ্নে নির্বাচন কমিশন আগের অবস্থানে আছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি।’
ইসি সচিবের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামান্তা শারমিন স্ট্রিমকে বলেন, ‘নির্বাচন কমিশন যদি শাপলা প্রতীক না দেয় তাহলে এই বিষয়ে সাংবিধানিক বা আইনি ব্যাখ্যা দিতে হবে। তারা যদি ব্যাখ্যা দিতে পারে তাহলে এনসিপি সেটা মেনে নেবে, তখন অন্য প্রতীক নিয়ে চিন্তা করব আমরা।’
আইনি ব্যাখ্যা না দিতে পারলে পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো একটা প্রতীক চাপিয়ে দেওয়ার এখতিয়ার নেই। কোন আইনে শাপলা দেওয়া যাবে না সেটার জবাব চাইব কমিশনের কাছে। নির্বাচন কমিশন স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হলেও তারা অবশ্যই জবাবদিহি করবে, যেহেতু রাজনৈতিক দল ও জনগণের জন্যই তারা কাজ করছে। কমিশনের জবাব পেলেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।’
সামান্তা শারমিন আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্পষ্টতই ফ্যাসিস্ট আচরণ করছে। শাপলা প্রতীক আমাদের না দেওয়া তাদের ইগোর কারণ হয়ে দাড়িঁয়েছে। কমিশন সংস্কার না হওয়ায় আজকের এই অবস্থায় উপনীত হয়েছি।’
এর আগে ৩০ সেপ্টেম্বর গেজেটকৃত ৫০টি প্রতীক থেকে যেকোনো একটি প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠিও দেয় কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে সময় বেঁধে দিয়েছিল ৭ অক্টোবর পর্যন্ত। পরে ৭ অক্টোবর নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবারও শাপলা প্রতীক চেয়ে চিঠি দেয় এনসিপি। ইসির কাছে সেই চিঠিতে ৭টি শাপলার নমুনা একে পাঠিয়েছিল দলটি।

বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। স্ব-বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ইসি সচিবের এমন বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন স্ট্রিমকে বলেন, ‘কমিশন যদি আমাদের সাংবিধানিক বা আইনি ব্যাখ্যা দিতে পারে তাহলে আমরা মেনে নিব, তখন অন্য প্রতীক নিয়ে চিন্তা করব।’
আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, ‘শাপলার প্রশ্নে নির্বাচন কমিশন আগের অবস্থানে আছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি।’
ইসি সচিবের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামান্তা শারমিন স্ট্রিমকে বলেন, ‘নির্বাচন কমিশন যদি শাপলা প্রতীক না দেয় তাহলে এই বিষয়ে সাংবিধানিক বা আইনি ব্যাখ্যা দিতে হবে। তারা যদি ব্যাখ্যা দিতে পারে তাহলে এনসিপি সেটা মেনে নেবে, তখন অন্য প্রতীক নিয়ে চিন্তা করব আমরা।’
আইনি ব্যাখ্যা না দিতে পারলে পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো একটা প্রতীক চাপিয়ে দেওয়ার এখতিয়ার নেই। কোন আইনে শাপলা দেওয়া যাবে না সেটার জবাব চাইব কমিশনের কাছে। নির্বাচন কমিশন স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হলেও তারা অবশ্যই জবাবদিহি করবে, যেহেতু রাজনৈতিক দল ও জনগণের জন্যই তারা কাজ করছে। কমিশনের জবাব পেলেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।’
সামান্তা শারমিন আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্পষ্টতই ফ্যাসিস্ট আচরণ করছে। শাপলা প্রতীক আমাদের না দেওয়া তাদের ইগোর কারণ হয়ে দাড়িঁয়েছে। কমিশন সংস্কার না হওয়ায় আজকের এই অবস্থায় উপনীত হয়েছি।’
এর আগে ৩০ সেপ্টেম্বর গেজেটকৃত ৫০টি প্রতীক থেকে যেকোনো একটি প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠিও দেয় কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে সময় বেঁধে দিয়েছিল ৭ অক্টোবর পর্যন্ত। পরে ৭ অক্টোবর নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবারও শাপলা প্রতীক চেয়ে চিঠি দেয় এনসিপি। ইসির কাছে সেই চিঠিতে ৭টি শাপলার নমুনা একে পাঠিয়েছিল দলটি।

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২ জন সহ-সভাপতি (ভিপি) প্রার্থীসহ মোট ৮ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
উপ-উপাচার্যের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। উপ-উপাচার্যকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
১৪ ঘণ্টা আগে
আসন সমঝোতা নিয়ে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে জামায়াতসহ আট দল। ওই দিন সব কটি দলের প্রধানেরা একটি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। সেখান থেকেই সারা দেশে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে আট দলের একাধিক সূত্র।
১৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এই সমাবেশে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে