leadT1ad

‘সাদাপাথর কাণ্ডে’ বহিষ্কৃত সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২২: ৫২
বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। স্ট্রিম গ্রাফিক

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকা থেকে পাথর লুটের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে দলটি। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পদটি স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখ আপনার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধুমাত্র দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’

চিঠিতে আরও বলা হয়, ‘এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।’

চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দীন আহমেদ মিলন, মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

গত বছরের (২০২৫) আগস্টে সাদাপাথর লুটের ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। এর পরপরই আলোচনায় আসে বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম। চাঁদাবাজি, দখলবাজিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ আগস্ট তাঁর সব পদ স্থগিত করা হয়।

ওই ঘটনার জেরে গত ১৩ সেপ্টেম্বর সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৯। পরে নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত