স্ট্রিম প্রতিবেদক

শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় তাঁরা হাদির মৃত্যুকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠীকে ফায়দা লুটতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে শরিফ ওসমান হাদির আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে লেখেন, ‘হাদির লড়াই ছিল মূলত প্রতিষ্ঠান গড়ার, গঠনতান্ত্রিক এবং আধিপত্যবাদ ভেঙে নতুন বাংলাদেশ গড়ার লড়াই। সাম্প্রতিক বিক্ষোভের সময় যারা অগ্নিসংযোগ করে আন্দোলনকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছেন, তারা হাদির চেতনার বিরোধী।’
একই সঙ্গে তিনি হাদির খুনি ও গণহত্যাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার জোর দাবি জানান।
অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী সবাইকে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন হঠকারী গ্রুপ তৎপর রয়েছে।’
এসব গোষ্ঠীকে ‘জুলাই বিপ্লবের বিরোধী’ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ‘এদের উদ্দেশ্য ভিন্ন।’
এনসিপি নেতারা আন্দোলনের মূল চেতনা সমুন্নত রাখতে সহিংসতা ও অগ্নিসংযোগ পরিহার করে সুশৃঙ্খলভাবে রাজপথে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, হাদিকে বাঁচিয়ে রাখতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, একটি শক্তিশালী কালচারাল ইস্ট্যাব্লিশমেন্ট গড়ে তুলে, আজাদির প্রশ্নে পসহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থেকেই।
‘কোনো কিছু ধ্বংস করে হাদি ভাইকে ধারণ করা যাবে না’ উল্লেখ করে হাসনাত আরও বলেন, আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।

শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় তাঁরা হাদির মৃত্যুকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠীকে ফায়দা লুটতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে শরিফ ওসমান হাদির আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে লেখেন, ‘হাদির লড়াই ছিল মূলত প্রতিষ্ঠান গড়ার, গঠনতান্ত্রিক এবং আধিপত্যবাদ ভেঙে নতুন বাংলাদেশ গড়ার লড়াই। সাম্প্রতিক বিক্ষোভের সময় যারা অগ্নিসংযোগ করে আন্দোলনকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছেন, তারা হাদির চেতনার বিরোধী।’
একই সঙ্গে তিনি হাদির খুনি ও গণহত্যাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার জোর দাবি জানান।
অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী সবাইকে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন হঠকারী গ্রুপ তৎপর রয়েছে।’
এসব গোষ্ঠীকে ‘জুলাই বিপ্লবের বিরোধী’ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ‘এদের উদ্দেশ্য ভিন্ন।’
এনসিপি নেতারা আন্দোলনের মূল চেতনা সমুন্নত রাখতে সহিংসতা ও অগ্নিসংযোগ পরিহার করে সুশৃঙ্খলভাবে রাজপথে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, হাদিকে বাঁচিয়ে রাখতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, একটি শক্তিশালী কালচারাল ইস্ট্যাব্লিশমেন্ট গড়ে তুলে, আজাদির প্রশ্নে পসহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থেকেই।
‘কোনো কিছু ধ্বংস করে হাদি ভাইকে ধারণ করা যাবে না’ উল্লেখ করে হাসনাত আরও বলেন, আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।

জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের সাধারণ জনগণকে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ ও এনসিপি নেতারা।
১১ ঘণ্টা আগে
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, 'আমার ভাই, জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডারি ওসমান হাদি হাসতে হাসতে শহীদি মৃত্যুকে আলিঙ্গন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'
১৪ ঘণ্টা আগে
দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
১৪ ঘণ্টা আগে