leadT1ad

ষড়যন্ত্রকারীদের খবর নয়, প্রধান উপদেষ্টার মুখে ব্যবস্থা সম্পর্কে জাতি জানতে চায়: গাজী আতাউর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২০: ৩৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর হামলাকারী ‘প্রশিক্ষিত শুটারদের’ মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জাতি জানতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার মুখে ষড়যন্ত্রকারীদের খবর নয়, বরং তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জাতি জানতে চায়।

রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ওসমান হাদির ওপর হামলা আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করেছে। প্রার্থীরা যখন গণসংযোগে যাবেন, তখন তাঁদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, সেই প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্র ও নির্বাচন কমিশন এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তা স্পষ্ট করতে হবে।

প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে গাজী আতাউর রহমান বলেন, ‘রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা কীভাবে প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নামে? গোয়েন্দা বাহিনী কেন আগেই জানতে পারল না?’

গাজী আতাউর রহমান আরও বলেন, সর্বদলীয় প্রতিবাদ সভার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এ পরিস্থিতিতে তার চেয়েও জরুরি হলো আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক অভিযান এবং অপরাধী চক্রকে ধরতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের এই মুখপাত্র আশা প্রকাশ করেন, সরকার সব বাহিনীকে ব্যবহার করে ষড়যন্ত্রকারীদের সমূলে উৎখাত করবে। অপরাধীদের গ্রেফতার করে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত