leadT1ad

এনসিপির নির্বাচনী সিদ্ধান্তের বিরোধিতা করে পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অর্ণব

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ২৩: ২৪
নকিব আল মাহমুদ অর্ণব। সংগৃহীত ছবি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন নকিব আল মাহমুদ অর্ণব। বুধবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে দল থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি সংগঠনের সহযোগী দল এনসিপির নীতি-নির্ধারণী পর্যায়ের গৃহীত নির্বাচনী সিদ্ধান্তের সঙ্গে আদর্শিক ও নীতিগত মতপার্থক্যের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে নকিব আল মাহমুদ অর্ণব লেখেন, ‘বর্তমানে আমার পড়াশোনা ও ব্যক্তিগত ব্যস্ততা এবং জাতীয় ছাত্রশক্তির সহযোগী সংগঠন এনসিপির নীতি-নির্ধারণী পর্যায় কর্তৃক গৃহীত নির্বাচনী সিদ্ধান্তের সাথে আমার আদর্শ ও নীতিগত মিল না থাকায় আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার স্মৃতিচারণা করে তিনি আরও লেখেন, ‘আমার অগ্রজ, বন্ধু ও অনুজদের সাথে ৭ জুলাই ২০২৪ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং সর্বশেষ জাতীয় ছাত্রশক্তিতে; হাসি-কান্না, জয়-পরাজয়, ভাঙ্গা-গড়ার হাজারো স্মরণীয় মুহূর্ত একসাথে পার করেছি। যারা এতদিন আমার পাশে ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা।’

পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে নকিব আল মাহমুদ অর্বণ স্ট্রিমকে বলেন, ‘মধ্যম ও বাংলাদেশপন্থার রাজনীতিতে আদর্শ ও নীতিগত জায়গা থেকে এনসিপি ও জামায়েতে ইসলামীর রাজনৈতিক যাত্রাপথ প্রতিষ্ঠালগ্ন থেকেই আলাদা। কিন্তু যখন নির্বাচনের আগে এনসিপি কেবলমাত্র সংসদে যাওয়ার আশায় নিজেদের আদর্শ ঠিক রেখে রাজনৈতিক জোট করার কথা বলে, তখন তাদের সেই আদর্শ ও নীতি নিয়ে সকলের মনে প্রশ্ন ও সন্দেহ থেকেই যায়। এই জায়গা থেকেই এনসিপি, তাদের সমর্থক ও জনমানুষের ওপর থেকে ধীরে ধীরে আস্থা হারাচ্ছে।’ আর এসব কারণেই পদত্যাগ করেছেন বলেন জানান তিনি।

নকিব আল মাহমুদ অর্ণব ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক। তিনি বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার মূখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব পদে ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত