leadT1ad

‘মব-সন্ত্রাস প্রতিহত করতে সর্বশক্তি প্রয়োগ করবে ছাত্রদল’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪৬
ছাত্রদলের বিক্ষোভ। স্ট্রিম ছবি

‘মব সন্ত্রাস প্রতিহত করতে ছাত্রদল সর্বশক্তি প্রয়োগ করবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রসংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসময় তিনি বলেন, ‘আজ ধর্মের নামে বিভেদ করা হচ্ছে, তারা ইসলামকে বিভক্ত করতে চায়। তারা সার্টিফিকেট দেয়—কারা ভালো মুসলিম, কারা ভালো মুসলিম না। এ বিভক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি।’

রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টা নাগাদ ঢাবি শাখা ছাত্রদল আয়োজিত ‘দীপু দাস ও আয়েশা আক্তারসহ সারা দেশে সংঘটিত মব-সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ’ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সাড়ে ১২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ‘ধর্ম অবমাননা’র অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক ২৮ বছর বয়সী দিপু দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তাঁর লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদরের চরমনসা গ্রামে স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। তাতে তাঁর ৭ বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার মারা যায়। এ ঘটনায় দগ্ধ হন বেলালসহ তার অপর দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

এই দুই ঘটনার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন প্রমুখ।

এসময় রাকিব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ ও শিবির নেতাদের সমালোচনা করে বলেন, ‘যখন আমরা ওসমান হাদির বিচারের দাবি জানাচ্ছি, তখন কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। ডাকসু, রাকসু জাকসু ও চাকসুর কিছু নেতা প্রোপাগান্ডা ছড়িয়েছে। এমনকি তারা ওসমান হাদির কবর নিয়েও ছাত্রদলের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে।’

বক্তব্য দিচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব। স্ট্রিম ছবি
বক্তব্য দিচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব। স্ট্রিম ছবি

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়ার চার দিন পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিবুল হাসান রানা (১৮)। তিনি কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রসঙ্গটি টেনে রাকিব বলেন, ‘আমরা প্রেস রিলিজের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। প্রশাসনকে অনুরোধ জানিয়েছি—আপনাদের ব্যবস্থা নিতে হবে। অপরাধীকে গ্রেপ্তার করতে দাবি জানিয়েছি। এমনকি আমরা তাদের ফোন করে জানিয়েছি—প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা তাঁদের বিরুদ্ধে আন্দোলন করবো।’

এসময় তিনি বলেন, ‘তারেক রহমান ৩১ দফার মাধ্যমে স্পষ্টভাবে শিক্ষাক্ষেত্র নিয়ে তার ভিশন পরিষ্কার করেছেন। তিনি এগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা, জনগণ বিবেচনা করবেন। বিশ্লেষণ করে ভুল ধরিয়ে দিবেন। তিনি সকল সেক্টর নিয়ে বিএনপির ভিশনগুলো তুলে ধরেছেন।’

এসময় জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আরেকটি দল আছে, যাদের কোনো ভিশন নেই। তাদের একমাত্র ভিশন মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করা। এ দেশের জনগণের জন্য কীভাবে সুশাসন নিশ্চিত করবেন, কীভাবে মানুষের ভাগ্য উন্নয়ন করবেন; এসব ব্যাপারে তারা স্পষ্ট করে কিছু বলতে পারে না।’

রাকিব বলেন, ‘অপরাজনীতি ছেড়ে আপনারা যদি পারেন, ৩১ দফার চেয়ে ভালো কোনো ভিশন কিংবা প্রস্তাবনা যদি থাকে তা জনগণের কাছে প্রকাশ করুন। আপনার রাজনৈতিক দলের অ্যাজেন্ডাগুলো জনগণের কাছে প্রকাশ করুন।’

তিনি আরও বলেন, ‘বিদেশে বিশেষ ধর্মান্ধ-গোষ্ঠীর কয়েকজন গুরু রয়েছে। তাদের প্ররোচনায় প্রথম আলো, ডেইলি স্টারে মব তৈরি করা হয়েছে। তারা হাদির জানাজার নামাজকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রের ছক কষেছিল। কিন্তু জনগণের ও ছাত্রসমাজের মনোভাবে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’

Ad 300x250

সম্পর্কিত