স্ট্রিম সংবাদদাতা

মনোনয়ন কিনবেন না বলে সাফ জানিয়েছেন বিএনপির সহআন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। স্থানীয় জনগণ চাইলে স্বতন্ত্র লড়াইয়ের ইঙ্গত দিয়ে তিনি বলেন, আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। তখন শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান আমার বাপকে জিততে দেননি। আমি জানি না বাপের ভাগ্য বেটির কপালেও আছে কি না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র– সময়ই এর উত্তর দেবে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সৈয়দটুল্লা আবর আলী বাজার খেলার মাঠে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা। উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ অনুষ্ঠান আয়োজন করে।
ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা অলি আহাদ ছিলেন প্রথিতযশা রাজনীতিক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সংগ্রামে বলিষ্ঠ এই কণ্ঠস্বর ২০১২ সালের ২০ অক্টোবর মারা যান। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা শরিফ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে বলেন, ‘আজ ঢাকায় তাঁর জানাজায় মানুষের ঢল নেমেছিল। জানি না, ওসমান হাদির পর কার নাম আছে, এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়।’
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘মনোনয়ন আমি কিনব না। এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের। তারা যদি মনে করেন, তবেই সেটা আমার হবে।’ আসন্ন নির্বাচন বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন ছাড়াও দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেন রুমিন।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন আপনারা মাঠে থাকবেন। সামান্য অনিয়ম দেখলেও তাৎক্ষণিক জানাবেন। আপনাদের হাতে থাকা মোবাইল ও ক্যামেরাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটা বড় উদ্বেগের বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, প্রার্থীদের অস্ত্র দেওয়ার কথা বলে মূলত ‘মবকে’ আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃসংবাদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজের রাজনীতির আদর্শ ও পথপ্রদর্শক উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এ দেশের মানুষের পালস বোঝেন। আমি সরাইল-আশুগঞ্জের মানুষ, এখানকার মানুষ যা বলবে, আমি তাই করব। আমি ছিলাম, আছি এবং থাকব।’

মনোনয়ন কিনবেন না বলে সাফ জানিয়েছেন বিএনপির সহআন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। স্থানীয় জনগণ চাইলে স্বতন্ত্র লড়াইয়ের ইঙ্গত দিয়ে তিনি বলেন, আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। তখন শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান আমার বাপকে জিততে দেননি। আমি জানি না বাপের ভাগ্য বেটির কপালেও আছে কি না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র– সময়ই এর উত্তর দেবে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সৈয়দটুল্লা আবর আলী বাজার খেলার মাঠে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা। উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ অনুষ্ঠান আয়োজন করে।
ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা অলি আহাদ ছিলেন প্রথিতযশা রাজনীতিক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সংগ্রামে বলিষ্ঠ এই কণ্ঠস্বর ২০১২ সালের ২০ অক্টোবর মারা যান। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা শরিফ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে বলেন, ‘আজ ঢাকায় তাঁর জানাজায় মানুষের ঢল নেমেছিল। জানি না, ওসমান হাদির পর কার নাম আছে, এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়।’
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘মনোনয়ন আমি কিনব না। এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের। তারা যদি মনে করেন, তবেই সেটা আমার হবে।’ আসন্ন নির্বাচন বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন ছাড়াও দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেন রুমিন।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন আপনারা মাঠে থাকবেন। সামান্য অনিয়ম দেখলেও তাৎক্ষণিক জানাবেন। আপনাদের হাতে থাকা মোবাইল ও ক্যামেরাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটা বড় উদ্বেগের বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, প্রার্থীদের অস্ত্র দেওয়ার কথা বলে মূলত ‘মবকে’ আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃসংবাদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজের রাজনীতির আদর্শ ও পথপ্রদর্শক উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এ দেশের মানুষের পালস বোঝেন। আমি সরাইল-আশুগঞ্জের মানুষ, এখানকার মানুষ যা বলবে, আমি তাই করব। আমি ছিলাম, আছি এবং থাকব।’

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির একাংশ।
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে দেশের হয়ে রৌপ্য জয়ী খই খই সাই মারমার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পক্ষে শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক আর্থিক অনুদান পৌঁছে দেন।
৫ ঘণ্টা আগে
সাধারণ ও সেনা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এখনও স্বৈরাচারের দোসররা রয়েছেন অভিযোগ তুলে তাদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, ‘সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এখনও স্বৈরাচারের যেসব দোসর ঘাপটি মেরে আছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায়
৯ ঘণ্টা আগে
‘গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আমরা তাদের সমুচিত জবাব দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পুরো জাতিকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘কোনো উসকানিতে যেন আমরা পা না দেই’।
১০ ঘণ্টা আগে