leadT1ad

জনস্রোত ঠেলে ৬ ঘণ্টা পর স্মৃতিসৌধে তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বাবার কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধের পথে তারেক রহমান। স্ট্রিম ছবি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । শুক্রবার রাত ১০টা ৪মিনিটে তিনি লাল-সবুজ বাসে চড়ে স্মৃতিসৌধের ভিআইপি ফটকে আসেন। এসময় পুরো স্মৃতিসৌধ এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

শুক্রবার বিকেল ৪টা নাগাদ তারেক রহমানের স্মৃতিসৌধে পৌঁছানোর কথা থাকলেও রাস্তার দুইপাশে অজস্র নেতাকর্মীর ভিড় ঠেলে এগোতে প্রায় ৬ ঘণ্টা দেরি হয়। প্রায় পুরোটা পথ তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে এবং বসে কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন ও অভিবাদন জানান।

এর আগে, জাতীয় স্মৃতিসৌধের বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান; বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর প্রমুখ।

তারেক রহমানকে এক পলক দেখতে মানিকগঞ্জ থেকে ঢাকায় এসেছেন দিনমজুর শুকুর আলী, হাতে এক গুচ্ছ ধানের শীষ। তিনি স্ট্রিমকে বলেন, ‘ধানের শীষ তারেক জিয়াক উপহার দিমু। সে যেন ভালো করে দ্যাশ চালায়, দ্যাশ যেন আরও উন্নতি হয়।’

সাভারে ব্যাবসায়ী আব্দুস সালাম এসেছেন তারেক রহমানকে দেখতে। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমরা আশাবাদী বিএনপি নির্বাচনে জিতে সরকার গঠন করবে। দেশবাসীর ভাগ্যের উন্নয়ন করবেন ও শৃঙ্খলা ফিরিয়ে আনবেন।’

Ad 300x250

সম্পর্কিত