leadT1ad

তারেক রহমানের ভোটার প্রক্রিয়া সম্পন্ন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় ডিজিটাল সই দিচ্ছেন তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১ টা ১৮ মিনিটের দিকে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ভবন (ইটিআই ভবন) থেকে বের হয়ে যান তারেক রহমান।

এর আগে ভোটার হিসেবে নিবন্ধন এবং এনআইডি সংগ্রহের কার্যক্রম সম্পন্ন করতে আজ দুপুর ১টায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তারেক রহমান ইটিআই ভবনে প্রবেশ করেন।

তারেক রহমান ইটিআই ভবনের ১০৪ নম্বর রুমে তার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। এখানে তিনি চোখের আইরিশ এবং আঙ্গুলের ছাপ দেন।

এর আগে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান আজ ১২টা ২৬ মিনিটে ইটিআই ভবনে আসেন এবং ১২টা ৪৫ মিনিটে বের হয়ে যান।

এদিকে তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বাসসকে বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার করতে পারেন। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’

এনআইডি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে
এনআইডি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

আজ সকালে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা যতটুকু জেনেছি উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।’

বিএনপি চেয়ারপারসন কতক্ষণের মধ্যে এনআইডি পেতে পারেন জানতে চাইলে এনআইডি মহাপরিচালক বলেন, ‘এক্সাক্টলি বলতে পারব না। এটা পাঁচ ঘণ্টা, সাত ঘণ্টা, ১০ ঘণ্টা, কারো কারো ক্ষেত্রে আরো বেশি লাগে। আবার কারো কারো ক্ষেত্রে একটু কম লাগে।’

এনআইডির জন্য ছবি তুলছেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে
এনআইডির জন্য ছবি তুলছেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

সাধারণত ভোটার নিবন্ধন প্রক্রিয়া শেষ করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায় বলেও জানান এএসএম হুমায়ুর কবীর। তিনি বলেন, ‘সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তাঁর তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে, সেটা কারও সঙ্গে ম্যাচ করে কি-না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটাতে আমাদের কোনো হিউম্যান হাত নেই, সফটওয়্যারে হয়। প্রক্রিয়া সম্পন্ন হলেই ওই নম্বরের ওপর ভিত্তি করে এনআইডিটা জেনারেট হয়ে যায়। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির নম্বরে একটা মেসেজ চলে যায়। সেটা আমাদের জানালে আমরা এনআইডি কার্ড দেই কিংবা নিজেরাও ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নিতে পারেন।’

এসময় তিনি জানান, কেউ যদি মনে করেন, তিনি স্মার্ট কার্ড নেবেন। এনআইডি কার্ড শাখায় জানালে স্মার্ট কার্ডের জন্য অর্ডার দেওয়া হয়।

Ad 300x250

সম্পর্কিত