leadT1ad

৪৬ আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপি

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৭: ৩১
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্ট্রিম গ্রাফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬টি আসনে দলীয়ভাবে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি স্ট্রিমকে বলেন, ‘আমাদের দলীয়ভাবে ৪৭ জনের মনোনয়ন দাখিল করার কথা ছিল। কিন্তু যশোরের একটি আসনে দেরি করে ফেলায় একজন মনোনয়ন জমা দিতে পারেননি। মনোনয়ন জমা দেওয়া ৪৬ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী জোটে থাকা অন্য শরীক দলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে শীগ্রই চূড়ান্ত ঘোষণা আসবে।’

গত কয়েকদিনের টানা আলোচনার পর গত ২৮ ডিসেম্বর রাতে জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনের কথা জানায় এনসিপি। এর মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত না হলেও অনেক আসনে প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছেন অনেকে। এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা থেকে। ঢাকার বাড্ডা-রামপুরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হচ্ছেন নাহিদ ইসলাম। সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ নাহিদ ইসলামের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করেন। নাহিদ ইসলাম এই আসনে প্রার্থী হওয়ায় ওই আসন থেকে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেন জামায়াতের প্রার্থী আতিকুর রহমান। এনসিপির আহ্বায়ক ঢাকায় প্রার্থী হলেও দলটির সদস্যসচিব আখতার লড়ছেন রংপুর-৪ আসন থেকে।

এছাড়া দলটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ঢাকা-৮, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রার্থী হচ্ছেন ঢাকা-১৮ আসনে। এই আসনগুলোতেও জামায়াত সমর্থিত প্রার্থীরা নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে।

গত ২৯ ডিসেম্বর ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হেলাল উদ্দীন তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজের প্রার্থীতা প্রত্যাহারের কথা জানান। তিনি লেখেন, ‘ঢাকা- ৮ আসনে জনাব নাসিরুদ্দীন পাটোয়ারির জন্য মন থেকে শুভকামনা রইলো। ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল প্রায় আট মাস আগে। আমি নিজে একজন জুলাই যোদ্ধা, সেই অবস্থান থেকে শহীদ হাদির মতোই জুলাইয়ের আরেকজন সম্মুখ সারির যোদ্ধা নাসীরুদ্দীন পাটোয়ারীকে এই আসন দেওয়ায় তাঁকে স্বাগত জানাই। আমি তার সাফল্য ও মঙ্গল কামনা করছি এবং দোয়া করছি।’

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব স্ট্রিমকে বলেন, ‘জামায়াতসহ আট দলের সঙ্গে রোববার নির্বাচনী ঐক্য চূড়ান্ত হওয়ার পর দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াত সমর্থিত প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। বাকি আসনগুলো থেকে দলীয় প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। তা ছাড়া চূড়ান্ত মনোনয়নের পর আমাদের দলের প্রার্থীরাও মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত