ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার শর্শদি বাজার শাখায় ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেলসহ কয়েকটি আসবাব পুড়ে গেছে।
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়। তবে এতে পাশের একটি টিনশেড ঘরের চালায় আগুন লাগলেও সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানা গেছে।