
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন

প্রাচীন গ্রিসের এথেন্সের সক্রেটিস, পেরিক্লিসরা যেভাবে মানুষকে জাগিয়ে তুলেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ঠিক সেভাবে বাংলাদেশে জিয়াউর রহমান মানুষকে জাগিয়ে সুসংবদ্ধ গণঐক্য গড়ে তুলেছিলেন।

গত দেড় দশকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া নানা কারণে বিতর্কিত হয়েছে। নির্বাচন ও শাসন প্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। জনগণ যথার্থই বুঝতে শুরু করেছে, এসব থেকে উত্তরণের অন্যতম উপায় হলো বিএনপির ক্ষমতায়ন।

গণতন্ত্রের পথে তাঁর দীর্ঘ সংগ্রাম, অবিচল মনোভাব, আপসহীন নেতৃত্ব এবং জনগণের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতা তাঁকে একজন পার্টি লিডার থেকে ‘ন্যাশনাল লিডার’ বা জাতীয় নেতায় রূপান্তরিত করেছে। তিনি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক যাত্রার এক কেন্দ্রীয় চরিত্র, যিনি সংকটের মুহূর্তে রাজনীতিকে নতুন পথ দেখিয়েছেন।