লেখক

দুই যুগ—শুনে মনে হয় কত যে দীর্ঘ পথ, কত যে ক্লান্তি, কত যে সংগ্রাম! কিন্তু না, জাহাঙ্গীরনগর শব্দের সঙ্গে জড়িয়ে আছে, প্রেয়সী বিচ্ছেদের মতো এক প্রগাঢ় বেদনা। ২০০২ সাল, ৩১ ব্যাচের পরিচয়ে জাহাঙ্গীরনগরে প্রথম পদার্পণ আমার।

আজ ১৩ নভেম্বর বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। তিনি ব্যক্তিজীবনে ছিলেন বিজ্ঞানের ছাত্র ও শিক্ষক; একই সঙ্গে নিখাদ যুক্তিবাদী ও পর্যবেক্ষক। কিন্তু তাঁর কল্পনার জগৎ এই যুক্তিবাদের সীমানা পেরিয়ে প্রবেশ করেছে এমন এক বিস্ময়বোধে ভরা 'ম্যাজিক্যাল রিয়ালিজমে'-এ, যেখানে বাস্তবতার সঙ্গে কুসংস্কার, য