leadT1ad

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের সুর: যা লিখলেন দেশের ব্যান্ড তারকারা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন শুরু হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্মরণ করে সোশ্যাল মিডিয়াতে শোক জানিয়েছেন ব্যান্ড সংগীত তারকারা।

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ২০: ৫১
স্ট্রিম গ্রাফিক

সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন শুরু হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুক যেন শোক বই। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্মরণ করে সোশ্যাল মিডিয়াতে শোক জানিয়েছেন ব্যান্ড সংগীত তারকারা।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন নগরবাউল জেমস। তাঁর ফেসবুকে লেখা হয়েছে, ‘শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

রেনেসাঁ ব্যান্ডের প্রধান, গীতিকার ও সুরকার নকীব খান শোক-ব্যাজ দিয়ে তাঁর ফেসবুক প্রোফাইলে পিকচার আপডেট করেছেন। দলছুটের বাপ্পা মজুমদারও ফেসবুকে খালেদা জিয়ার ছবিসহ একটি ফটোকার্ড আপলোড করেছেন, যেখানে লেখা আছে ‘উই মর্ন’ (আমরা শোকাহত)।

নগরবাউল জেমসের ফেসবুক পোস্ট
নগরবাউল জেমসের ফেসবুক পোস্ট

মাইলস ব্যান্ডের হামিন আহমেদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের এক এবং একমাত্র অবিসংবাদিত ও আপসহীন নেত্রীর বিদায়ের শোক, শক্তিতে রূপান্তরিত হোক তাঁর আদর্শে।’এদিকে ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু লিখেছেন, ‘আমরা শোকাহত।’ব্যান্ডের ভোকালিস্ট পলাশ নূর তাঁর ফেসবুকে পোস্ট করেছেন খালেদা জিয়ার ছবি।

খালেদা জিয়ার জানাজার একাধিক ছবি পোস্ট দিয়ে আর্ক ব্যান্ডের হাসান ফেসবুকে লিখেছেন, ‘আজ আমরা এক মহিমান্বিত ইতিহাসের প্রান্তসীমায় দাঁড়িয়ে। তাঁর সাহস ছিল ক্ষমতার চেয়েও সুউচ্চ, আর তাঁর সহনশীলতা ছিল যেকোনো প্রতিহিংসার চেয়েও বিশাল। তিনি শিখিয়ে গেছেন—রাজনীতি কেবল ক্ষমতার দম্ভ নয়, বরং রাজনীতি হলো ত্যাগ, ধৈর্য আর একাকী সংগ্রামের এক কণ্টকাকীর্ণ পথ।…দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আপসহীন নেতৃত্বের এক জীবন্ত কিংবদন্তি হিসেবে তিনি ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবেন।’

সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া ফেসবুকে খালেদা জিয়ার ছবি আপলোড করে লিখেছেন ‘শ্রদ্ধা’। ব্যান্ডটির ফেসবুক পেজেও ‘রেসপেক্ট’ক্যাপশন দিয়ে আপলোড করা হয়েছে খালেদা জিয়ার ছবি। নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী লিখেছেন, ‘এন্ড অব অ্যান এরা, রেস্ট ইন পিস বেগম খালেদা জিয়া।’ভাইকিংস ব্যান্ডের তন্ময় তানসেন লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে জানাই গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা।’

আর্কের হাসানের ফেসবুক পোস্ট
আর্কের হাসানের ফেসবুক পোস্ট

শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া লিখেছেন, এই গভীর শোকের সময়ে খালেদা জিয়ার পরিবার, সহকর্মী ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আজ জানাজার ভিডিও শেয়ার দিয়ে শিরোনামহীন ব্যান্ড লিখেছে, ‘এমন মহিমান্বিত বিদায়-ই ওনার পাওনা ছিল। বাংলাদেশের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন উনি। মহান আল্লাহ উনাকে জান্নাত দান করুন, আমিন।’

এভোয়েড রাফা ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা তাঁর ফেসবুকে খালেদা জিয়ার ছবি শেয়ার দিয়ে লিখেছেন, রেস্ট ইন পিস লিজেন্ড। সোনার বাংলা সার্কাস ব্যান্ডের প্রবর রিপন ফেসবুকে লিখেছেন, ‘বিদায় বেগম খালেদা জিয়া।’পাওয়ারসার্জ ব্যান্ডের জামশেদ চৌধুরীও খালেদা জিয়ার ছবি শেয়ার দিয়ে লিখেছেন, রেস্ট ইন পিস।

বাংলা ফাইভ ব্যান্ডের সিনা হাসান খালেদা জিয়াকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত নিউজগুলো ছবি ফেসবুকে শেয়ার করেছেন। আরেকটি ফেসবুক পোস্টে তিনি ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ/জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ গান থেকে উদ্ধৃতি করেছেন। মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল ফেসবুকে লিখেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাই।’

শিরোনামহীনের ফেসবুক পোস্ট
শিরোনামহীনের ফেসবুক পোস্ট

চিরকুট ব্যান্ডের ভোকালিস্ট ও দলনেতা শারমিন সুলতানা সুমি তাঁর ফেসবুকে লিখেছেন, ‘দেশ গঠনে এবং এই দেশে মেয়েদের এগিয়ে যাওয়ায় আপনার আজীবন সংগ্রাম আর ত্যাগ; সাহস হয়ে থাকবে।’

ক্রিপটিক ফেইট ব্যান্ডের সাকিব চৌধুরী ফেসবুকে খালেদা জিয়ার ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘ফেয়ারওয়েল’। এছাড়াও এলআরবি, আর্টসেল-সহ অনেক ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত