leadT1ad

ধ্বংসস্তূপ গাজায় ১৬৮ চিকিৎসকের গ্র্যাজুয়েশন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২১: ৪১
আল-শিফা হাসপাতালে আয়োজিত সমাবর্তনে বিশেষজ্ঞ সনদপ্রাপ্ত ১৬৮ চিকিৎসককে সম্মান জানানো হয়। ছবি: আল-জাজিরা

ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা সিটির আল-শিফা হাসপাতালে অনুষ্ঠিত হলো ১৬৮ জন ফিলিস্তিনি চিকিৎসকের গ্রাজুয়েশন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পর ধ্বংসাবশেষের মাঝেই এই চিকিৎসকরা তাঁদের বিশেষায়িত সনদ গ্রহণ করেন।

নিজেদের ‘হিউম্যানিটি কোহর্ট’ বা ‘মানবতার ব্যাচ’ হিসেবে অভিহিত করা এই চিকিৎসকরা গত দুই বছর ধরে যুদ্ধ, অনাহার ও বাস্তুচ্যুতির মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন। সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আবু আল-রিশ এই আয়োজনকে ‘দুর্ভোগের পেট/গর্ভ থেকে বোমাবর্ষণ ও রক্তের নদীর মধ্য দিয়ে গ্রাজুয়েশন’ বলে অভিহিত করেন।

গ্রাজুয়েট ডা. আহমেদ বাসিল বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে দাঁড়িয়ে এই ডিগ্রি অর্জন প্রমাণ করে ফিলিস্তিনিরা জীবনকে ভালোবাসে ও বিজ্ঞানের প্রতি তাদের অঙ্গীকার অটুট।’ অনুষ্ঠানে যুদ্ধে নিহত সহকর্মীদের স্মরণে বেশ কিছু খালি চেয়ারে তাদের ছবি রাখা হয়।

গত দুই বছরে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৮টি আংশিকভাবে সচল রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৭০ হাজার ৯৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত